ডা. এনামুল হক টিটুর পরামর্শ

থাইরয়েড আক্রান্তের ৭ লক্ষণ

news paper

সকালের সময় ডেস্ক

প্রকাশিত: ২৪-১-২০২৩ দুপুর ৩:৭

9Views

থাইরয়েড হলো গলার দুই পাশে থাকা একটি বিশেষ গ্রন্থি। মানুষের শারীরের নানা ক্রিয়া-প্রক্রিয়ার জন্য এই গ্রন্থি থেকে নিঃসৃত থাইরয়েড হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কখন বুঝবেন আপনি থাইরয়েড এ আক্রান্ত। পরামর্শ দিয়েছেন ইয়র্ক হাসপাতাল এর প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এনামুল হক টিটু। 

 বর্তমানে প্রায় ঘরেই থাইরয়েডে আক্রান্ত রোগী পাওয়া যায়। বিশেষ করে নারীদের শরীরে ৮টি লক্ষণ দেখা গেলে সাবধান হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বলছেন, এসব লক্ষণগুলো দেখা গেলে বুঝবেন হয়তো আপনি থাইরয়েডে আক্রান্ত।

ওজন বৃদ্ধি বা কমে যাওয়া:  থাইরয়েড হলে শরীরের সামগ্রিক বিপাকক্রিয়া প্রভাবিত হয় এবং ওজনের হেরফের দেখা যায়। হাইপোথাইরয়েডিজম সম্পর্কিত ওজন হ্রাস নারীদের মধ্যে দেখা সবচেয়ে সাধারণ পরিবর্তনগুলোর মধ্যে একটি। অতিরিক্ত ওজন বেড়ে যাওয়াও থাইরয়েডের লক্ষণ হতে পারে। শরীরের বিপাকক্রিয়া যদি কমে যায় বা বেড়ে যায় এবং ক্যালরি বা ফ্যাটের মাত্রারও পরিবর্তন দেখা যায় এবং এর প্রভাব পড়ে ওজনে।

ক্লান্তি: থাইরয়েড হরমোন মূলত শরীরে শক্তি যোগায়। যদি দেখেন দিনের প্রায় সারাটা সময়ই ক্লান্ত লালে, অল্পতে হাফিয়ে উঠছেন তাহলে চিকিৎসকের পরামর্শ নিন। কারণ, থাইরয়েডের অন্যতম মূল উপসর্গ ক্লান্তি।

খুব ঠান্ডা লাগা: খুব শীত না থাকার পরও যদি আপনার বেশি ঠান্ডা অনুভব হলে বুঝবেন আপনি হয়তো থাইরয়েডে আক্রান্ত। শরীর যথেষ্ট পরিমাণে ক্যালরি না ঝরিয়ে সঞ্চয় করে রাখলে অতিরিক্ত ঠান্ডা লাগে, যা থাইরয়েডের লক্ষণ হতে পারে।

পেশি-জয়েন্টে দুর্বলতা ও ব্যথা: বিপাকের সমস্যার কারণে পেশি এবং জয়েন্টের শক্তির ক্ষয় হতে পারে যার ফলে পেশি বা জয়েন্ট দুর্বল হয়ে পড়ে।

চুল পড়া: থাইরয়েড হলে চুলের গোড়া দুর্বল হয়ে যায়, খুব চুল পড়ে।

ভুলে যাওয়া: মনোযোগ দিতে না পারা বা সহজেই কোনো কথা ভুলে যাওয়া এগুলো থাইরয়েডের ক্ষেত্রে অত্যন্ত পরিচিত লক্ষণ।

অবসন্নতা: থাইরয়েড আক্রান্তরা অনেক সময়েই অবসাদে ভোগেন। মানসিকভাবে অশান্তিতে ভুগে থানে এ রোগে আক্রান্ত রোগীরা।

 


আরও পড়ুন