উইকেট নিয়ে পান্ডিয়ার ক্ষোভের পর বরখাস্ত কিউরেটর

news paper

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ৩১-১-২০২৩ দুপুর ৪:১১

4Views

মাত্র ১০০ রানের লক্ষ্য; কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে তা পেরোতেই ঘাম ছুটে যায় ভারতের। জয়ের বন্দরে যখন নোঙর ফেলে তখন হাতে ছিল কেবল এক বল।

ম্যাচ শেষে লক্ষ্ণৌ এর একানা ক্রিকেট স্টেডিয়ামের উইকেট নিয়ে কঠোর সমালোচনা করেন ভারতীয় অধিনায়ক হার্দিক পান্ডিয়া। এর দুইদিনের ভেতরই বরখাস্তের শিকার হলেন একানার কিউরেটর।

উত্তরপ্রদেশ ক্রিকেট সংস্থার এক কর্মকর্তা বলেন, ‘খারাপ উইকেট তৈরি করার জন্য উইকেট প্রস্তুতকারককে বরখাস্ত করা হয়েছে। তার বদলে গোয়ালিয়র থেকে সঞ্জীব আগারওয়ালকে নিয়ে আসা হয়েছে। এক মাসের ভেতর বিষয়গুলো উইকেটগুলো বদলে ফেলব আমরা। ’

‘আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের প্রতিটি সেন্টার উইকেটেই প্রচুর ঘরোয়া ক্রিকেট হয়েছে এবং কিউরেটরের উচিত আন্তর্জাতিক ম্যাচের জন্য একটি বা দুইটি উইকেট আলাদাভাবে রাখা। অতিরিক্ত ব্যবহার ও বাজে আবহাওয়ার কারণে ফ্রেশ উইকেট তৈরির জন্য পর্যাপ্ত সময় ছিল না। ’

নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটের জয়ের পর পান্ডিয়া বলেছিলেন, ‘এই রকম উইকেট আমাদের কাছে একটা ধাক্কা। আমাদের আরও ভাল উইকেট রয়েছে। খেলা যাতে ভাল উইকেটে হয়, তা নিশ্চিত করতে হবে। এই রকম উইকেটে ১২০ রান তুললেই জেতা সম্ভব। ’ 

এদিকে, আগামীকাল আহমেদাবাদে তৃতীয় ম্যাচে সিরিজ জয়ের লড়াইয়ে নামবে ভারত ও নিউজিল্যান্ড।  


আরও পড়ুন