৪৮ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি পাকিস্তানে

news paper

সকালের সময় ডেস্ক

প্রকাশিত: ২-২-২০২৩ দুপুর ১১:৪৮

7Views

পাকিস্তানে গত জানুয়ারি মাসে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ২৭ দশমিক ৫৫ শতাংশে। গত ৪৮ বছরের মধ্যে এটি সর্বোচ্চ। বুধবার (১ ফেব্রুয়ারি) দেশটির পরিসংখ্যান ব্যুরো এ তথ্য প্রকাশ করেছে। ১৯৭৫ সালের মে মাসের পরে এটিই দেশটিতে মূল্যস্ফীতির সর্বোচ্চ হার

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন নিজেদের এক প্রতিবেদনে জানিয়েছে, পাকিস্তানে চলতি মাসে জাতীয় ভোক্তা মূল্য সূচক গত মাসের তুলনায় ২ দশমিক ৮৮ শতাংশ বেড়েছে। এই মুহূর্তে মারাত্মক সংকটের মধ্যে রয়েছে দেশটির অর্থনীতি। সংকট থেকে উত্তরণে দেশটি বিপুল পরিমাণের বৈদেশিক ঋণ সংগ্রহের চেষ্টা করছে।

পাকিস্তান বিশ্বের পঞ্চম-বৃহত্তম জনসংখ্যার দেশ। দেশটির রিজার্ভ বর্তমানে ৩৭০ কোটি ডলার বা ৩ দশমিক ৭ বিলিয়ন। এই রিজার্ভ দিয়ে পাকিস্তান মাত্র ৩ সপ্তাহের আমদানি ব্যয় মেটাতে পারবে।

তারল্য সংকটের কারণে করাচি বন্দরে হাজার হাজার কন্টেইনার আটকা পড়ে আছে। মার্কিন ডলারের কালোবাজারি দামের লাগাম টেনে ধরতে সরকার বিনিময় হারের ওপর নিয়ন্ত্রণ শিথিল করেছে। এর ফলে রুপির দর রেকর্ড পরিমাণ কমেছে। কৃত্রিমভাবে সস্তা পেট্রোলের দামও বাড়ানো হয়েছে। এছাড়া প্রয়োজনীয় খাদ্য ও ওষুধ ছাড়া অন্য পণ্যের এলসির অনুমতি দেওয়া হচ্ছে না।

এদিকে গত মঙ্গলবার আইএমএফের একটি প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছেছে। অর্থনীতি পুনরুদ্ধার করতে পাকিস্তান যে ঋণ চেয়েছে, কঠিন শর্ত দেওয়ার কারণে সে বিষয়ে আলোচনা স্থবির হয়ে রয়েছে। আইএমএফ প্রতিনিধিদল আবার আলোচনা শুরু করতেই দেশটিতে গেছে। 


আরও পড়ুন