আর্চারের আগুন বোলিংয়ে জয়খরা কাটালো ইংল্যান্ড

news paper

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২-২-২০২৩ দুপুর ১২:৪

4Views

পাঁচ ম্যাচের হারের বৃত্ত থেকে বেরিয়ে এলো ইংল্যান্ড। কিম্বার্লিতে তৃতীয় ও শেষ ওয়ানডেতে তারা ৫৯ রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে হোয়াইটওয়াশও এড়ালো।

১৪ রানে ৩ উইকেট হারানোর পর জস বাটলার ও ডেভিড মালানের সেঞ্চুরিতে এই ভেন্যুতে সর্বোচ্চ ওয়ানডে স্কোর করে তারা। ৭ উইকেট হারিয়ে তাদের স্কোরবোর্ডে জমা হয় ৩৪৬ রান। সর্বোচ্চ ১৩১ রান করেন বাটলার। অধিনায়কের এই ইনিংসের সঙ্গে কার্যকর পারফরম্যান্স করেন মালান, করেন ১১৮ রান।

লুঙ্গি এনগিডি দক্ষিণ আফ্রিকার পক্ষে নেন ৪ উইকেট।

জবাব দিতে নেমে জোফরা আর্চারের বোলিং তোপে পড়ে এলোমেলো দক্ষিণ আফ্রিকা। আগের ম্যাচে ৮১ রান দিয়ে সমালোচিত এই পেসার ক্যারিয়ারসেরা পারফর্ম করেন। ৯.১ ওভারে ৪০ রান দিয়ে নেন ৬ উইকেট, এক ওভার ছিল মেডেন।

আর্চারের দুর্দান্ত বোলিংয়ের সামনে অসহায় ছিলেন প্রোটিয়া ব্যাটসম্যানরা। কেবল রিজা হেনড্রিকসের ৫২ ও হেনরিখ ক্লাসেনের ৮০ রান ছিল প্রতিরোধ গড়ার মতো। ৪৩.১ ওভারে ২৮৭ রানে অলআউট স্বাগতিকরা।

এই হারে চলতি বছরের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে আরও অপেক্ষা করতে হচ্ছে দক্ষিণ আফ্রিকাকে।   


আরও পড়ুন