ইউক্রেনের কাছে ১ ডলারে ২ ড্রোন বিক্রি করতে চায় মার্কিন কোম্পানি

news paper

সকালের সময় ডেস্ক

প্রকাশিত: ২-২-২০২৩ দুপুর ১২:৫১

28Views

যুক্তরাষ্ট্রের একটি শীর্ষ কোম্পানি ইউক্রেনের কাছে ১ ডলারে দু’টি নজরদারি ড্রোন বিক্রি করার ঘোষণা দিয়েছে। বুধবার জেনারেল অ্যাটোমিক অ্যারোনটিক্যাল সিস্টেম নামের কোম্পানিটি এই ঘোষণা দেয়।

বিষয়টি অনুমোদন দিতে তারা যুক্তরাষ্ট্র সরকারের কাছে আহ্বান জানিয়েছে।

জেনারেল অ্যাটোমিক অ্যারোনটিক্যাল সিস্টেম তাদের গ্রে ঈগল ও রিপার ড্রোন ইউক্রেনকে দিতে চায়। সামরিক ক্ষেত্রে নজরদারির জন্য এই ধরনের ড্রোনই ব্যবহার করে থাকে মার্কিন সেনাবাহিনী। আফগানিস্তান, ইরাক, সিরিয়াসহ নানা ক্ষেত্রে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালাতে এই ড্রোন ব্যবহার করা মার্কিনিরা।

জেনারেল অ্যাটোমিক অ্যারোনটিক্যাল সিস্টেম জানিয়েছে, মাঝারি উচ্চতা ধরে এই ড্রোন দীর্ঘ পথ পাড়ি দিতে পারবে। 

যুক্তরাষ্ট্র ইউক্রেনকে কিছু অস্ত্র ও ড্রোন দিলেও আধুনিক প্রযুক্তির কোনো ড্রোন তারা দেয়নি। যদিও যুক্তরাষ্ট্রের কাছে বারবার ইউক্রেন আধুনিক প্রযুক্তির অস্ত্র চেয়ে আসছে।

সূত্র: এএফপি

 


আরও পড়ুন