আংগারিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত

news paper

শাহাদাত হোসেন খান

প্রকাশিত: ২-২-২০২৩ দুপুর ২:২৭

30Views

শরীয়তপুর সদর উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান  আংগারিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
বুধ ও বৃহস্পতিবার (১ ও ২ ফেব্রুয়ারি) দুইদিন ব্যাপি বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। দুইদিন ব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, শরীয়তপুর পৌরসভার সাবেক মেয়র, শরীয়তপুর জেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি, আংগারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক প্রধান শিক্ষক, বর্তমান বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রব মুন্সী।
উদ্বোধনী বক্তব্যে আব্দুর রব মুন্সী বলেন, 'পড়াশুনার পাশাপাশি ক্রীড়া ও সাহিত্য সংস্কৃতি চর্চা একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে ওঠায় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।'
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার কামাল।
৫২ বছরের পুরানো এ শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সাবেক বর্তমান শিক্ষক, ছাত্র-ছাত্রী, ম্যানেজিং কমিটি এবং অত্র এলাকার সকল মানুষের মিলনমেলা লক্ষ্য করা গেছে।


আরও পড়ুন