কাপ্তাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ

news paper

অর্ণব মল্লিক, কাপ্তাই

প্রকাশিত: ২৩-৩-২০২৩ দুপুর ১:৭

16Views

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে ২০২৩-২৪ অর্থ বছরের প্রনোদনা কর্মসূচীর আওতায় কাপ্তাই উপজেলার ৫টি ইউনিয়নের ৭শত জন ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরীতে এ বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে। 
 
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক, কাপ্তাই উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সামসুল আলম চৌধুরী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মধুসূদন দে, কাপ্তাই প্রেস ক্লাব সাধারন সম্পাদক ঝুলন দত্ত প্রমুখ।
 
কাপ্তাই উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, উপজেলার ৫টি ইউনিয়নের ৭শত জন কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি আউশ বীজধান, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

আরও পড়ুন