কিশোর কিশোরীদের অংশগ্রহনে উপজেলা পর্যায়ে সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে মতবিনিময় সভা

news paper

একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম

প্রকাশিত: ২৩-৩-২০২৩ বিকাল ৬:১

7Views

অদ্য ইকো- সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর বাস্তবায়নে স্ট্রমী ফাউন্ডেশনের সহযোগিতায় মর্যাদাপূর্ণ এবং স্থায়ীত্বশীল  আর্থ-সামাজিক ক্ষমতায়ন-(সীড্স) কর্মসূচী’র আওতায় কুড়িগ্রাম সদর উপজেলার সংলাপ ফোরামের কিশোরী কিশোরীদের অংশগ্রহনে দিন ব্যাপি এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জাকির হোসেন, উপজেলা কৃষি অফিসার, উপজেলা কৃষি অফিস, কুড়িগ্রাম সদর, কুড়িগ্রাম। অনুষ্ঠানে আরো  উপস্থিত ছিলেন জনাব মোছা: মমতাজ পারভীন , প্রোগ্রাম অফিসার, মহিলা বিষয়ক অধিদপ্তর, কুড়িগ্রাম সদর , কুড়িগ্রাম এবং সংলাপ ফোরামের  কিশোরী কিশোরী ও ইএসডিও-সীড্স প্রকল্পের কর্মকতাবৃন্দ। 
ইএসডিও-সীড্স প্রজেক্টের উপজেলা কোঅর্ডিনেটর মো: গোলাম রব্বানীর সঞ্চলনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রজেক্ট ম্যানেজার মুহাম্মদ আনোয়ার হোসেন। এসময় অতিথিদের পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে প্রজেক্ট সম্পর্কে ধারনা প্রদান করা হয়। এছাড়াও কিশোর কিশোরীরা টুলস উপস্থাপন ও বিভিন্ন বিনোদন মুলক কাজে অংশগ্রহন করেন। 


আরও পড়ুন