বিএসটিআই

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩৫ হাজার টাকা জরিমানা

news paper

তানভীর সানি

প্রকাশিত: ২৩-৫-২০২৩ বিকাল ৫:১৫

9Views

ঢাকা জেলার খিলক্ষেত থানাধীন এলাকায় এপিবিএন-৫ পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনাকালে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত পণ্য "স্কীন ক্রিম" বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে ফেদার টাচ, শপ-৬, গ্রাউণ্ড ফ্লোর, রাজউক ট্রেড সেন্টার, নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা  প্রতিষ্ঠানটিকে টাকা ৩৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং উক্ত মার্কেটে প্রাপ্ত সকল অবৈধ এবং নিষিদ্ধ ঘোষিত স্ক্রীন ক্রীম পণ্যসমূহ বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়ের উপস্থিতিতে ধ্বংস করা হয়। এছাড়াও একই এলাকায় অবস্থিত নিকুঞ্জ মডেল সার্ভিস সেন্টার এন্ড সিএনজি ফিলিং স্টেশন, জোয়ার সাহারা, খিলক্ষেত, ঢাকা ফিলিং স্টেশনে জ্বালানী তেল পরিমাপে সঠিক পাওয়া যায়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জান্নাতুল নাঈম, ফিল্ড অফিসার, বিএসটিআই, মোঃ আরিফ হোসেন আসিফ, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, ডিএমআই, ঢাকা দায়িত্ব পালন করেন।


আরও পড়ুন