এবার নুডুলস এর বিজ্ঞাপনচিত্রে সারিকা 

news paper

মাহবুব ইসলাম

প্রকাশিত: ১৯-১০-২০২৩ বিকাল ৭:৩৪

137Views

বাংলালিংক এর বিজ্ঞাপন চিত্রে মডেল হয়ে সারাদেশে আলোড়ন তুলেছিলেন মডেল সারিকা। এরপর পেয়েছেন ব্যপক জনপ্রিয়তা। অভিনয় করেছেন বহু নাটকে। সম্প্রতি এরফান নুডুলস এর বিজ্ঞাপন চিত্রে মডেল হয়েছেন জনপ্রিয় এ মডেল ও অভিনেত্রী।  মিরপুর ডিওএইচএস এর একটি স্যুটিং হাউজে সম্প্রতি বিজ্ঞাপন চিত্রটির স্যুটিং সমাপ্ত হয়েছে। এখন চলছে সম্পাদনার কাজ। বিজ্ঞাপটির গল্প লিখেছেন ও পরিচালনা করেছেন এস.আই সবুজ। চিত্র নির্দেশক ছিলেন- মাহবুব হাসান আড়াল। কস্টিউম ডিরেক্টর মেহেদী কাজল। ক্রিয়েটিভ ডিরেক্টর ছিলেন আনজির লিটন। পরিচালক এস আই সবুজ বলেন- দৈনন্দিন জীবনে ব্যস্ততার মাঝেও পারিবারিক সময়টা কিভাবে আরও উপভোগ্য করা যায় এবং চাপ সামাল দিয়ে কিভাবে সামনে এগিয়ে যেতে হয়? দৈনন্দিন জীবনের এমন অতি চেনা  বিষয়গুলো বিজ্ঞাপনের ভাষায় উপস্থাপন করার চেষ্টা করেছি।' তিনি বলেন- সারিকা অনেক দিন ধরেই  বিজ্ঞাপনে অনিয়মিত। এ বিজ্ঞাপনের মাধ্যমে তিনি আবার ফিরে এলেন ভক্তদের মাঝে।
ক্রিয়েটিভ ডিরেক্টর আনজির লিটন  বলেন: আমরা চাই দর্শকদের সামনে সুন্দর ও পরিচ্ছন্ন গল্পের কাজ উপস্থাপন করতে। বিজ্ঞাপনের মাধ্যমে ব্র্যান্ডের বিভিন্ন দিক তুলে ধরার  পাশাপাশি আমরা চেষ্টা করেছি দৃষ্টিনন্দন একটি বিজ্ঞাপন তৈরি করতে। বিজ্ঞাপনী সংস্থা টাইমস ট্রি এর ব্যানারেই পুরো প্রকল্প আমরা বাস্তবায়ন করেছি।


আরও পড়ুন