টেস্টের পরিকল্পনায় হাসান মাহমুদ

news paper

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪-১১-২০২৩ দুপুর ১২:২১

42Views

তাসকিন আহমেদের কাঁধের পুরোনো চোট মাথাচাড়া দেওয়ায় ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপ ম্যাচ খেলতে পারেননি। খেলা হবে না নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজও। টাইগার এই ফাস্ট বোলারকে ডিসেম্বরে নিউজিল্যান্ড সফর থেকে বিরতি দেওয়ার পক্ষেও জনমত বাড়ছে। 

বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন মনে করেন, চোট পরিচর্যা করে খেলায় ফিরলে ভালো করবেন টাইগার এই ফাস্ট বোলার। 

তিনি বলেন, ‘তাসকিনের কাঁধে যে চোট, সেটি অস্ত্রোপচার করে ঠিক হবে না। অস্ত্রোপচার করা হলে বোলিং করা কঠিন হয়ে পড়বে। চিকিৎসকের পরামর্শ হলো, পুনর্বাসন করে খেলা চালিয়ে যাওয়া। জাতীয় দল ম্যানেজমেন্ট সেভাবেই যত্ন নেবে তার।’ 

তাসকিন আহমেদ আর এবাদত হোসেন না থাকায় টেস্টের পেস ইউনিট কিছুটা দুর্বল হবে। শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজাদের সঙ্গের হাসান মাহমুদকেও যোগ করা হতে পারে টেস্ট বোলিংয়ে। জাতীয় দল নির্বাচক প্যানেল এবং টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা এ রকমই। তবে টেস্টের জন্য তরুণ পেসারও খোঁজা হচ্ছে। টেস্টের পেস ইউনিটে বিকল্প বাড়াতেই এ উদ্যোগ নেওয়া।


আরও পড়ুন