জিএম কাদেরের কার্যালয় থেকে রওশনের মনোনয়ন ফরম নেওয়ার গুঞ্জন

news paper

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০-১১-২০২৩ দুপুর ১:৪৫

66Views

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের কার্যালয় থেকে দলটির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের মনোনয়ন ফরম সংগ্রহের গুঞ্জন উঠেছে। জানা গেছে, রওশন এরশাদ ময়মনসিংহ-৪ আসন থেকে লাঙ্গল প্রতীক চান।

সোমবার (২০ নভেম্বর) দুপুর ১২টায় মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম শুরু করেছে জাতীয় পার্টি।এদিন দলটির দপ্তর সম্পাদক মাহমুদ আলমের হাতে রওশন এরশাদের মনোনয়ন ফর্ম দেখা যায়। তিনি বলেন, রওশন এরশাদের পক্ষে তার ব্যক্তিগত সহকারী এসে ফরমটি সংগ্রহ করবেন। ময়মনসিংহ বিভাগের কাউন্টারে উপস্থিত প্রতিনিধিও বিষয়টি নিশ্চিত করেন।

তবে বিষয়টি নিয়ে এখনো কিছু জানেন না বলে জানিয়েছেন রওশন এরশাদের বিশেষ মুখপাত্র কাজী লুৎফুল কবীর।এ বিষয়ে রওশনপন্থি নেত্রী শেখ রুনা বলেন, আমাদের আসা হচ্ছে না। আমরা কীভাবে ফরম সংগ্রহ করবো তা নিয়ে মিটিং আছে।


আরও পড়ুন