ওমরাহর জন্য সৌদি পৌঁছাল প্রথম বিদেশি দল

news paper

সকালের সময় ডেস্ক

প্রকাশিত: ১৬-৮-২০২১ দুপুর ৩:২

11Views

মহামারী করোনা ভাইরাসের কারণে দেড় বছর বিদেশিদের জন্য ওমরাহ পালন বন্ধ রাখে সৌদি আরব। নতুন করে বিদেশিদের ওমরাহ চালুর ঘোষণা দেয়ার পর গতকাল রোববার (১৫ ‍আগস্ট) প্রথমবারের মতো সৌদি পৌঁছেছে বিদেশিদের প্রথম দল। বিমানবন্দরে পৌঁছার পর বিদেশি ওমরাহ পালনকারী দলটিকে গোলাপফুল, জমজমের পানি ও খেজুর দিয়ে স্বাগত জানায় কর্তৃপক্ষ। খবর আরব নিউজের।

বর্তমানে ওমরাহ পালন করতে হলে অবশ্যই নিজ দেশ থেকে টিকা নিয়ে আসার বাধ্যবাধকতা রয়েছে। সৌদি আরবে পৌঁছার পর নিজ খরচে কোনো হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হবে।

সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আবদুল ফাতাহ বিন সুলাইমান মাশাত বলেন, বিদেশি ওমরাহ পালনকারীদের সর্বোচ্চ সেবা দিতে সংশ্লিষ্ট সৌদি প্রতিষ্ঠানগুলো প্রস্তুত।

সৌদি কর্তৃপক্ষ ওমরাহ পালনে ইচ্ছুক বিদেশিদের জন্য মডার্না, ফাইজার ও অ্যাস্ট্রজেনেকার টিকার অনুমোদন দিয়েছে। নিজ দেশ থেকে যে কোনো প্রতিষ্ঠানের টিকা নিয়ে ওমরাহর আবেদনের সঙ্গে টিকা নেওয়ার সনদ পাঠাতে হবে।


আরও পড়ুন