গাজীপুরে ১২ টি থানা চালু, চালু হয়নি পুড়ে যাওয়া জয়দেবপুর থানা

news paper

আরিফ খান আবির

প্রকাশিত: ১২-৮-২০২৪ বিকাল ৬:১

150Views

গাজীপুর মহানগর ও জেলা পুলিশের ১২ টি থানার স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। ১২ আগস্ট (সোমবার) সকাল থেকে বিভিন্ন থানায় কর্মবিরতিতে থাকা পুলিশ সদস্যরা থানায় যোগ দিতে শুরু করেন। এসময় ছাত্র জনতা তাদের ফুল দিয়ে বরণ করে নেয়। 
 
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু তোরাব মোহাম্মদ শামসুর রহমান জানান, মেট্রোপলিটন পুলিশের ৮টি থানায় সকাল থেকে পুলিশ সদস্যরা যোগদান করেছেন। এ সময় তাদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। 
 
গাজীপুর জেলা পুলিশের পুলিশ সুপার কাজী শফিকুল ইসলাম জানান, জেলা পুলিশের পাঁচটি থানার মধ্যে ৪টি চালু হয়েছে। পুড়ে যাওয়া ভাঙচুর করায় জয়দেবপুর থানার অবকাঠামো প্রস্তুত না থাকায় থানাটি চালু করতে পারেননি। তবে থানার অধিকাংশ পুলিশ সদস্যরা জেলা পুলিশ লাইন্সে যোগ দিয়েছেন বলেও জানান তিনি।
 
এর আগে সকাল থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার আহবানে কর্মবিরতি প্রত্যাহার শেষে বিভিন্ন থানায় পুলিশ সদস্যরা আনুষ্ঠানিক ভাবে যোগদান করছেন। 
 
সকাল থেকে পুলিশ সদস্যদের উপস্থিতিতে থানার চিরচেনা রূপ ফিরে আসে। শ্রীপুর থানায় যোগ দেয়া পুলিশ সদস্যরা জানায়, সকলের সহযোগিতা নিয়ে পুলিশ জনগণের নিরাপত্তার জন্য অতীতের চেয়ে আরো ভালো কাজ করবে। 
 
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসা, কালিয়াকৈর সার্কেল এএসপি আজমীর হোসেন, থানার ওসি আমিনুল ইসলাম, শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি  শাজাহান ফকির, সাধারণ সম্পাদক আক্তার মাস্টার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল বেপারীসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

আরও পড়ুন