উলিপুরে পূর্ব বিরোধের জের ধরে চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগ
প্রকাশিত: ১৩-৮-২০২৪ দুপুর ৪:৪৪
কুড়িগ্রামের উলিপুরে পূর্ব বিরোধের জের ধরে চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে। চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ায় ৮টি পরিবারের নারী-শিশু প্রতিবন্ধীসহ ৩৫ জন সদস্য অবরুদ্ধ অবস্থায় রয়েছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার তবকপুর ইউনিয়নের কাটাখালী রুহিয়ারপাড় এলাকায়। এ ঘটনায় ভূক্তভোগীদের পক্ষে দুলাল মিয়া (৪৫) মঙ্গলবার (১৩ আগষ্ট) উপজেলা নির্বাহী অফিসার ও থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার তবকপুর ইউনিয়নের কাটাখালী রুহিয়ারপাড় এলাকায় দুলাল মিয়ার সাথে প্রতিবেশি আবু বক্কর (৫৫) গংদের দীর্ঘদিন থেকে জমি জমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। এ ঘটনাকে কেন্দ্র করে আদালতে মামলা চলমান রয়েছে। সোমবার (১২ আগষ্ট) দুপুরে হঠাৎ করে আবু বক্কর, তার পুত্র শাহিদুল ইসলাম ও নাজমুল হক তাদের বাড়ির সামনে থাকা চলাচলের রাস্তাটিতে বাঁশের চেকার (বেড়া) দিয়ে বন্ধ করে দেয়। ফলে ৮ টি পরিবারের ৩৫ জন সদস্য অবরুদ্ধ হয়ে পড়েন। এ ঘটনায় প্রতিকার চেয়ে দুলাল মিয়া উপজেলা নির্বাহী অফিসার ও থানায় লিখিত অভিযোগ করেছেন।
দুলাল মিয়া বলেন, তাদের সাথে আমার জমা-জমি নিয়ে বিরোধ রয়েছে। এজন্য তারা চলাচলের রাস্তা বন্ধ করে দিয়ে আমাদের অবরুদ্ধ করে রেখেছেন। আমাদের বাড়ি থেকে বাহির হওয়ার কোন পথ খোলা নেই। আমরা ৮টি পরিবারের নারী-শিশু, প্রতিবন্ধীসহ সবাই অবরুদ্ধ হয়ে পরেছি। তারা প্রভাবশালী হওয়ায় এ ঘটনা ঘটিয়েছেন।
এ বিষয়ে আবু বক্করের ছেলে শাহিদুল ইসলাম ও নাজমুল হক চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ার কথা স্বীকার করে বলেন, দুলাল মিয়া আমাদের নামে মিথ্যা মামলা করে হয়রানী করে আসছে। তাই রাস্তা বন্ধ করে দিয়েছি। এছাড়া রাস্তা আমাদের জায়গায়।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক জানান, বিষয়টি সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউর রহমান অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে গিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ার সত্যতা পেলে ব্যবস্থা নেয়া হবে।