মোহাম্মদপুর গাবতলীর তুরাগ নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে 

news paper

নিজাম উদ্দিন

প্রকাশিত: ২২-৮-২০২৪ বিকাল ৭:৬

21936Views

ঢাকা মোহাম্মদপুর তুরাগ নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে। রাজধানীর লাগোয়া দুটি নদী রয়েছে এর মধ্যে একটি বুড়িগঙ্গা অপরটি তুরাগ। এই দুই নদীতে তুলনামূলক দ্রুততারসাথে পানি বৃদ্ধি পাওয়া লক্ষ্য করা গেছে। গতকাল বৃহস্পতিবার সরেজমিনে গেলে এই দুই নদীতে পানি বৃদ্ধির বিষয়টি নজরে আসে। ঢাকার শহরের লাগোয়া গুরুত্বপূর্ণ নদী বুড়িগঙ্গা ও তুরাগ। এই নদীর তীর ঘেঁষেই রাজধানী ঢাকার শহর অবস্থান। নদী-দুটি গঙ্গা বা পদ্মার পুরনো প্রবাহ পথ তবে এখন ধলেশ্বরীর একটি শাখা হিসেবেই চলমান। তাই বলা হয়, ধলেশ্বরী নদী থেকেই বুড়িগঙ্গার উৎপত্তি এর পরেই রয়েছে তুরাগ নদী।

আগে গঙ্গার একটি প্রবাহ ধলেশ্বরী হয়ে বঙ্গোপসাগরে গিয়ে পতিত হতো। ধলেশ্বরীর শাঁখা নদী বুড়িগঙ্গা ও তুরাগ নদীকে বলা হয়। এই দুটি নদী রয়েছে ঢাকার কোল ঘেষে। এই দুই নদীতে পানি বৃদ্ধি পেলে ঢাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। এ বিষয় এখনি সতর্কতা অবলম্বন করতে হবে বলে জানান কয়েকজন স্থানীয় বাসিন্দারা। ঢাকা শহর থেকে পানি নিষ্কাশনের পথ বুড়িগঙ্গা ও তুরাগ এই দুই নদীতে পানি বৃদ্ধি হলে বিপৎসীমার মধ্যে পড়ে যেতে পারে ঢাকা শহর। বিশেষজ্ঞরা বলছেন পানি কখনো আটকে রাখা যায় না।

তবে সতর্ক থাকলে কিছুটা বিপদ মুক্ত থাকা সম্ভব। এদিকে দেশের দক্ষিণ ও উত্তর অঞ্চলে বেশ কয়েকটি নদীতে পানি বৃদ্ধি হওয়ায় বন্যার পরিস্থিতি তীব্র আকার ধারণ করে বিপর্যয় দেখা দিয়েছে। মানুষের ঘরবাড়ি ছেড়ে অনেকেই আশ্রয় নিয়েছে আশ্রয়কেন্দ্রে। ঢাকায় ২ কোটি মানুষের বসবাস এবং রয়েছে শিল্প-বাণিজ্য প্রতিষ্ঠান। যদি পানি ঢাকায় ঢুকে যায় তাহলে করনীয় কি এমনি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ঢাকাবাসীর মধ্যে। নদীতে পানি বৃদ্ধির বিষয় স্থানীয়রা বলেন, আগে এই নদীতে এতো পানি ছিলো না হটাৎ করে পানি বৃদ্ধি পেয়েছে।

স্থানীয়রা আরো বলেন, বৃষ্টির মৌসুমে এমনেতিই এই নদীর পানি বৃদ্ধি পায় কিন্তু যেহেতু ভারত থেকে কয়েকটি ড্যামের গেট খুলে দিয়েছে সেক্ষেত্রে ধলেশ্বরী নদীতে পানি বৃদ্ধি হলে তা বুড়িগঙ্গা ও তুরাগ নদীতে পানি বৃদ্ধি পাবে। আগের চেয়ে পানি বৃদ্ধি পেয়েছে বলেও জানান কয়েকজন স্থানী বাসিন্দা। 

এদিকে বিভিন্ন সূত্রে জানা যায়, হঠাৎ বন্যা পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে বাংলাদেশের ফেনী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে। সবচেয়ে ভয়াবহ অবস্থা দাড়িয়েছে ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায়। বন্যার পানিতে তলিয়ে গেছে বাড়িঘর, রাস্তাঘাট, ফসলি জমি। এখনো কয়েক লাগে মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে বলে জান যায়। এ অবস্থায় দেশের বিভিন্ন জেলার খাল নদীর পানি বৃদ্ধি পেলে সতর্কতা অবলম্বন করে চলতে হবে বলে জানিয়েছে সচেতন ব্যক্তিরা।


আরও পড়ুন