গোসাইরহাটে পাচারকালে ৬০ বস্তা সার জব্দ, ডিলারকে জরিমানা

news paper

সাহেদ আহমেদ, গোসাইরহাট

প্রকাশিত: ১৭-১০-২০২৪ দুপুর ১১:১১

98Views

শরীয়তপুরের গোসাইরহাটে পাচারের সময় তিন হাজার কেজি (৬০ বস্তা ) পটাস সার জব্দ করেছে কৃষি বিভাগ। গত মঙ্গলবার রাতে উপজেলার প্রেসক্লাবের মোড় থেকে এ সার জব্দ করা হয়।

গোসাইরহাট উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাবুদ্দিন জানান, মঙ্গলবার রাতে দাশেরজঙ্গল বাজারের সৈকত ট্রেডার্স থেকে একটি নসিমনে করে তিন হাজার কেজি (৫০ কেজি করে ৬০ বস্তা ) ইউরিয়া সার পার্শ্ববর্তী ডামুড্যা উপজেলার পাচার করা হচ্ছে- এ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শরীয়তপুর-গোসাইরহাট রাস্তার প্রেসক্লাবের মোড় থেকে নসিমনের চালকসহ মেসার্স সৈকত ট্রেডার্সের ডিলার রবিন ঢালীর ওই সার জব্দ করা হয়। পরে কৃষি অফিসে রাখা হয়।

তিনি আরো জানান, এরপর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানিয়া বিনতে আফজলের ভ্রাম্যমাণ আদালতে আটককৃত মেসার্স সৈকত ট্রেডার্সের ডিলারকে সরকারি নিষেধ অমান্য করায় দণ্ডবিধি ১৮৬০ সালের ১৮৮ ধারায় জরিমানা করা হয়। বুধবার উপজেলা কৃষি অফিস কর্তৃক জব্দকৃত সার উপজেলার বিভিন্ন ইউনিয়নের তালিকাভুক্ত কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়।


আরও পড়ুন