আব্দুল আউয়াল মিন্টুকে সাংবাদিক ইউনিয়ন ফেনীর ফুলেল শুভেচ্ছা
প্রকাশিত: ২৮-১০-২০২৪ দুপুর ৩:৫৭
কেন্দ্রীয় বিএনপি'র ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুকে সাংবাদিক ইউনিয়ন ফেনীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান।
রবিবার ২৭ অক্টোবর ফেনীর দায়রা ও জর্জ আদালতে নিয়মিত হাজিরা দিতে আসেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু,এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুন, সাধারন সম্পাদক মিজানুর রহমান, সহ-সভাপতি ওমর ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ইয়াছিন সুমন, কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ফরায়েজী, দপ্তর ও প্রচার সম্পাদক মোশারফ হোসেন, আর টিভির জেলা প্রতিনিধি ও ইউনিটির সদস্য আজাদ মালদার,সাংবাদিক শেখ ফরিদ আত্তার,সাংবাদিক মোস্তফা কামাল বুলবুল, সদস্য এম এ হাসান,,জিয়া উদ্দিন সোহাগ,শহিদুল ইসলাম, তানজিদ শুভ,সাদ্দাম হোসেন গনী, সদস্য শাহ্ শহীদ,সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও ইউনিটের সদস্য ইকবাল হোসেন সালাউদ্দিন, হাবিবুল্লাহ মিয়াজী, এমএন আবছার,, শাহেদ সাব্বির, কাজী ইফতেখার, দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নূর হোসেন, ইউটির সদস্য সাখাওয়াত হোসেন, জুলফিকার আলম, আব্দুল মুনাফ পিন্টু, মহিউদ্দিন প্রমুখ।
এসময় জেলা জর্জ আদালতের আইনজীবী মেজবাহ উদ্দিন বলেন, বিগত সরকারের আমলে বিএনপি নেতাকর্মীদের উপর হওয়া সকল মিথ্যা ও গায়েবী মামলাসমূহ দ্রুত প্রত্যাহারের জন্য বর্তমান সরকারের কাছে দাবি জানান তিনি।