গোসাইরহাটে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন

news paper

সাহেদ আহমেদ, গোসাইরহাট

প্রকাশিত: ৫-১১-২০২৪ দুপুর ১২:৩

52Views

উপজেলায় ২০২৪-২০২৫ অর্থ বছরে কৃষি প্রণোদনার কর্মসূচির আওতায় রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, মুগ, মসুর ও খেসারি সয়াবিন, পেয়াজ,অড়হর ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনার কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ শুরু হয়েছে।

৫  নভেম্বর (মঙ্গলবার ) সকাল সাড়ে ১০ টায় উপজেলার কৃষি অফিস চত্বরে আজকে দুইটি বীজ ও সার বিতরণের মাধ্যামে শুভ উদ্ধোধন করা হয়। উপজেলা কৃষি বিভাগের আয়োজনে এ সার ও বীজ বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমেশনার ভূমি, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো.আবুল কাশেম উপজেলা কৃষি অফিসার মো.শাহবুদ্দিন প্রমুখ।

এদিকে, সরিষার আবাদ ও ফলন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বাকেরগঞ্জে ২৩৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ৮ কেজি করে  বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি অফিসার জানান, ২৩৯০ জন কৃষকের প্রত্যেককে ৮ কেজি করে সরিষা বীজ, ফসলভিত্তিক এমওপি ও ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়েছে। এছাড়াও ৪১৫জনকে ২০ কেজি করে গম, ১৫ জনকে ভুট্টা ২ কেজি করে, ৮৫ জনকে ১ কেজি করে সূর্যমুখী, ১০জনকে ১০ কেজি করে চিনাবাদাম, জনকে মুগ, ৩০ জন ৫কেজি, জনকে মুসুর, ১৭০জনকে ৫কেজি করে খেশারী ডাল মোট ১২০ ৮কেজি  জন সড়িযষা ১৩২০জন ১কেজি।সয়াবিন ১৮৫ জন ৮কেজি। পেয়াজ ২০জন ১কেজি ,অড়হর ২০জন ২কেজি। কৃষকের মাঝে প্রদান করা হবে।


আরও পড়ুন