জুড়ীতে আপন ভাইয়ের দায়ের কুপে যুবলীগ নেতার কব্জি বিচ্ছিন্ন

news paper

মনিরুল ইসলাম, মৌলভীবাজার

প্রকাশিত: ১০-১-২০২৫ দুপুর ২:৫৬

119Views

মৌলভীবাজার জেলার জুড়ীতে আপন ভাইয়ের দায়ের কুপে যুবলীগ নেতার কব্জি বিচ্ছিন্নের ঘটনা ঘটেছে। ঘটনাটি বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে উপজেলার সাগরনাল ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে ঘটেছে। এ ঘটনায় জাঙ্গালিয়া গ্রামের আছার উদ্দিনের বড় ছেলে শাহাব উদ্দিনকে গ্রেফতার করেছে জুড়ী থানা পুলিশ। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, উপজেলার সাগরনাল ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের আছার উদ্দিনের বড় ছেলে শাহাব উদ্দিন  ও  ছোট ছেলে সামস উদ্দিনের মাঝে দীর্ঘদিন থেকে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন বিরোধপূর্ণ জায়গার মাটি ভরাট নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বড় ভাই শাহাব উদ্দিন  ছোট ভাই সামস উদ্দিনকে ধারালো দা দিয়ে কুপ দেয়। দায়ের কুপে সামস উদ্দিনের হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে আত্মীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা শেষে  উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঘটনার খবর পেয়ে জুড়ী থানার ওসি মুরশেদুল আলম ভূইয়ার নির্দেশে ওসি তদন্ত জহিরুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে আসামি শাহাব উদ্দিন কে গ্রেফতার করে।

জুড়ী থানার ওসি মুরশেদুল আলম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সামস উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।


আরও পড়ুন