বেতাগীতে বিএনপি’র পকেট কমিটি বিলুপ্তির দাবিতে বিক্ষোভ-মিছিল

news paper

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০-৪-২০২৫ বিকাল ৫:৩২

45Views

বরগুনার বেতাগী উপজেলায বিএনপির একটি কথিত টাকার বিনিময় ‘পকেট কমিটি’ বিলুপ্তির দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সাবেক চেয়ারম্যান ও পৌরসভার সাবেক মেয়র মো: শাজাহান কবিরের নেতৃত্বে এই মিছিলটি অনুষ্ঠিত হয়। বেতাগী উপজেলা ও পৌর বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তাদের দাবি, দলের আদর্শ ও নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একটি অবৈধ কমিটি গঠন করা হয়েছে, যেটি গঠনের পেছনে ছিল টাকার লেনদেন ও পদ বাণিজ্য।

বক্তারা জানান, ২০২৩ সালের ১৭ এপ্রিল বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। কারণ, পদ বাণিজ্যের অভিযোগ প্রমাণিত হওয়ার পর দলীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছিল বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব হাবিবুন নবী খান সোহেল এবং নির্বাহী সদস্য আমিনুল ইসলামের নেতৃত্বে। এই তদন্তে উঠে আসে, কমিটিতে অর্থের বিনিময়ে বিভিন্ন পদ বিতরণ করা হয়েছে, যা দলের গঠনতন্ত্র ও নৈতিকতা পরিপন্থী। সে সময় তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে কেন্দ্র থেকে কমিটি বাতিল ঘোষণা করা হয়। কিন্তু এরপরও বেতাগী উপজেলায় বিতর্কিত ওই পকেট কমিটি বহাল থাকায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

এই ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবেই গত ৫ এপ্রিল, শনিবার বিকালে বেতাগী উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ ও সাংবাদিক সম্মেলন এর আয়োজন করেন। এতে শাজাহান কবির বক্তব্য রাখতে গিয়ে বলেন, “বিএনপি একটি জনতার দল, এখানে টাকার বিনিময়ে পদ বণ্টন দলকে দুর্বল করে এবং সাধারণ মানুষের কাছে নেতিবাচক বার্তা পৌঁছায়।” তিনি অবিলম্বে পকেট কমিটি বিলুপ্ত করে একটি গণতান্ত্রিক পদ্ধতিতে তৃণমূল নেতৃত্বকে মূল্যায়নের দাবি জানান। এসময় আরো উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ জলিলুর রহমান খাস নান্নামুন্না,পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম লাভলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান পান্না,জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন বুলেট, যুবদলের নেতা রাশেদ খান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান সোহাগ, বেতাগী উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ শোয়েব কবির প্রমুখ।

বেতাগী উপজেলা সূত্রে জানা যায়, হুমায়ুন কবির মল্লিক ১৯৯৩ সাল থেকে এখন পর্যন্ত সেই টেন্ডারবাজির সাথে  জড়িত। বেতাগী উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক মেয়র এ বি এম  গোলাম কবির ও বেতাগী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ খলিলুর রহমানের সঙ্গে ২০০৬ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত কোটি কোটি টাকার ঠিকাদারি কাজ যৌথভাবে সম্পন্ন করেছে। বেতাগী উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতারা ছিল তার ব্যবসায়ী পার্টনার।


আরও পড়ুন