কাতারের জি-মল শপিং কমপ্লেক্স এ যাত্রা শুরু হলো এরাবিয়ান এক্সচেঞ্জের ১৪তম শাখার

news paper

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১-৪-২০২৫ দুপুর ৪:২২

75Views

কাতারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো, প্রবাসী বাংলাদেশীদের অন্যতম জনপ্রিয় প্রতিষ্ঠান "এরাবিয়ান এক্সচেঞ্জ" এর ১৪তম শাখার ।
কাতারের জি-মল শপিং কমপ্লেক্স এর নীচতলায়, এরাবিয়ান এক্সচেঞ্জের সি.ই.ও মোঃ নুরুল কবির চৌধুরী কে সাথে নিয়ে ফিতা ও কেক কেটে শাখাটির উদ্বোধন করেন- কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলাম ।
এসময় আরও উপস্থিত ছিলেন ঐ এক্সচেন্জের পরিচালক মোঃ আলী আল এমাদী, পরিচালক ও কাতার রেড ক্রিসেন্টের সেক্রেটারি জেনারেল ফয়সাল আল এমাদী ও জি-মলের মালিক নাছের জাবুর আল খোয়ারী 
উদ্বোধনকালে প্রতিষ্ঠানের কাতারের বিভিন্ন শাখার কর্মকর্তাবৃন্দ ও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী গ্রাহক উপস্থিত ছিলেন ।

আরও পড়ুন