মাগুরায় ১৮ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশিত: ২২-৪-২০২৫ বিকাল ৫:১৭
" স্নায়ু-বৈচিত্র কে বরণ করি, টেকসই সমাজ গড়ি " এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে জেলা প্রশাসক ও জেলা সমাজসেবক কার্যালয়, মাগুরার আয়োজনে আজ সকাল দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাগুরার বিভিন্ন পর্যায়ের অটিস্টিক প্রতিবন্ধী শিশুদেরকে নিয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন মাগুরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাশ্বতী শীল,অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের এবং সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ জাহিদুল ইসলাম। এছাড়া আলোচনা সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের সদস্য, সাংবাদিক ও সমাজকর্মীরা উপস্থিত ছিলেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাশ্বতী শীল বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তথ্য মতে, দেশের সব শেষ আদমশুমারি অনুযায়ী, দেশে অটিস্টিক তথা প্রতিবন্ধী শিশু সংখ্যা আনুমানিক দেড় লাখ। বাংলাদেশের ৯ দশমিক ৭ শতাংশ মানুষ প্রতিবন্ধী।তিনি বলেন, ট্রান্সজেন্ডার জনগোষ্ঠী আমাদের সমাজেরই একটি গুরুত্বপূর্ণ অংশ। তাদের প্রতি সহানুভূতিশীল মনোভাব ও ন্যায়বিচার নিশ্চিত করা নাগরিক দায়িত্ব। এই দিবসটি সমাজে ট্রান্সজেন্ডারদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গঠনে ভূমিকা রাখবে বলে তিনি মত প্রকাশ করেন।
জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ জাহিদুল ইসলাম বলেন, এই জনগোষ্ঠীর উন্নয়নের লক্ষ্যে সমাজসেবা অধিদপ্তর বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছে। এ ধরনের দিবস সাধারণ মানুষের মধ্যে ট্রান্সজেন্ডারদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করবে এবং সমাজে তাদের সম্মানজনক ও স্বাভাবিক জীবনযাপনে সহায়তা করবে।