গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

news paper

গুরুদাসপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২-৪-২০২৫ বিকাল ৫:২৪

71Views

নাটোরের গুরুদাসপুরে মোটরসাইকেল ও গরুবোঝাই ভুটভুটির সংঘর্ষে মাসুদ আহমেদ (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা ১০ নম্বর ব্রিজ এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ ঢাকার লালবাগ থানার নবাবগঞ্জ বড় মসজিদ এলাকার মৃত তৈয়মুদ্দিনের ছেলে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়- মাসুদ আহমেদ নিজ মোটরসাইকেল চালিয়ে ঢাকা থেকে নাটোরের বড়াইগ্রামে তার শশুর বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে কাছিকাটা ১০ নম্বর ব্রীজের পূর্ব পাশে বিপরীতমুখী গরুবোঝাই ইঞ্জিনচালিত একটি ভুটভুটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এঘটনায় এলাকায় শোকের মাতম বইছে।

জানাযায়,  নিহত মাসুদ আহমেদ পেশায় একজন মোটরসাইকেল চালক ছিলেন। তিনি তার নিজস্ব মোটরসাইকেল ভাড়ায় চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, খবর পেয়ে গুরুদাসপুর থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের হেফাজতে দেওয়া হয়। আইনি প্রক্রিয়া শেষে মরাহেদ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে


আরও পড়ুন