শাহজাদপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও

news paper

মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর

প্রকাশিত: ৩-৬-২০২১ রাত ৮:১২

40Views

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের শ্রীফলতলা গ্রামের এরশাদ আলীর ষষ্ঠ শ্রেণি পড়ুয়া মেয়ে ফাতেমা খাতুনের (১১) বাল্যবিবাহ বন্ধ করলেন উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা।

জানা গেছে, আগামীকাল শুক্রবার ফাতেমা খাতুনের পার্শ্ববর্তী গ্রামে বিয়ের দিন তারিখ ধার্য হয়। স্কুল পড়ুয়া মেয়ের বিয়ের ঘটনাটি এলাকাবাসী প্রশাসনকে অবহিত করলে স্থানীয় প্রশাসন আজ বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে ওই বাড়িতে গেলে কৌশলে বাড়ির লোকজন পালিয়ে যায়। একপর্যায়ে হাবিবুল্লাহ নগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বর শাহাদৎ হোসেন উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশক্রমে বাল্যবিবাহের সকল আয়োজন বন্ধ করে দেন এবং বিয়ে না দেয়ার শর্তে মেয়ের বাবার-মায়ের কাছ থেকে মুচলেকা নেন।

বাল্যবিবাহ বন্ধ করায় উপজেলা প্রশাসনকে ধন্যবাদ দিয়েছে এলাকাবাসী।


আরও পড়ুন