Bongo-তে আসছে নতুন কমেডি-সাসপেন্স নাটক ‘Five Go Wild’
প্রকাশিত: ৩০-৭-২০২৫ বিকাল ৭:৫৮
দেশীয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম Bongo নিয়ে আসছে নতুন একটি অরিজিনাল নাটক ‘Five Go Wild’, যেখানে হাস্যরসের আবহে তৈরি হয়েছে এক টানটান রহস্যের গল্প। আগামী শনিবার, ২ আগস্ট, Bongo-তে মুক্তি পেতে যাচ্ছে নাটকটি।
রাহাত কবির পরিচালিত এ নাটকে অভিনয় করেছেন পার্থ শেখ, প্রান্তর দস্তিদার, সাকিব সিদ্দিকী, শাওন মজুমদার এবং আনভি রনি। পাঁচ বন্ধুর একটি ব্যাচেলর পার্টির পরের সকালে ঘুম ভেঙে তারা নিজেদের আবিষ্কার করে একটি লন্ডভন্ড রিসোর্ট রুমে। চারদিকে বিশৃঙ্খলা, কিন্তু কিছুই মনে নেই!
সেখান থেকেই শুরু হয় তাদের দৌড়ঝাঁপ—স্মৃতি ফেরানোর চেষ্টা, হারানো সময়ের রহস্য উন্মোচন এবং নিজেদের গৃহীত সিদ্ধান্তের ফল ভোগের প্রস্তুতি। যতই তারা অতীতের ঘটনাগুলো জোড়া লাগানোর চেষ্টা করে, ততই ঘনীভূত হতে থাকে রহস্য।
‘Five Go Wild’ নাটকটি মূলত কমেডি এবং সাসপেন্সের একটি রোমাঞ্চকর সংমিশ্রণ, যা তরুণ প্রজন্মের দর্শকদের জন্য উপভোগ্য হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছে নির্মাতা প্রতিষ্ঠান।
Bongo-এর পক্ষ থেকে জানানো হয়েছে, নাটকটি শুধুমাত্র তাদের প্ল্যাটফর্মেই স্ট্রিমিং হবে এবং দর্শকরা Bongo অ্যাপ কিংবা ওয়েবসাইটের মাধ্যমে নাটকটি দেখতে পারবেন।