ধামইরহাট পৌরসভার উদ্যোগে ‘রবিবার হাটে’ ৫ হাজার মাস্ক বিতরণ
প্রকাশিত: ৬-৬-২০২১ দুপুর ৪:৪৩
নওগাঁর ধামইরহাটের পৌর এলাকায় উপজেলার সর্ববৃহৎ হাট ‘রবিবার’ হাটে বিপুলসংখ্যক ক্রেতা-বিক্রেতার সমাগম ঘটে। ধামইরহাট উপজেলা সীমান্তবর্তী হওয়ায় উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। সেই সাথে হাটে আগত ক্রেতা-বিক্রেতাদের সুরক্ষার্থে প্রত্যেককে মাস্ক প্রদান করেছে ধামইরহাট পৌরসভা কর্তৃপক্ষ।
পৌরসভার প্যানেল মেয়র কাউন্সিলর মুক্তাদিরুল হক জানান, রবিবার (৬ জুন) সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত পৌর মেয়র আমিনুর রহমানের নির্দেশনায় তিনি এবং তার সহকর্মী কাউন্সিলর আমজাদ হোসেন, আলতাব হোসেন ও মাহবুব আলম বাপ্পী হাটের তিনটি প্রবেশদ্বারে অবস্থান নিয়ে ৫ হাজার মাস্ক বিতরণ করেন। মঙ্গলকোঠা সড়কে কাউন্সিলর আমজাদ হোসেন, পোস্ট অফিস সড়কে কাউন্সিলর মাহবুব আলম বাপ্পী ও হাটখোলা সড়কে কাউন্সিলর আলতাব হোসেন মাস্ক বিতরণ কার্যক্রমে অংশ নেন ও প্যানেল মেয়রকে সহযোগিতা করেন।
এ সময় প্রত্যেক গরু ব্যবসায়ী, হাটে আগত বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ক্রেতাদের মাস্ক দিয়ে তার নিয়মিত পরার অনুরোধ জানান। কোভিড-১৯ মোকাবেলায় ধামইরহাট পৌরসভার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।