ইউপি নির্বাচন : মনোনয়নপত্র জমা দিলেন নৌকার প্রার্থী সাইফুল ইসলাম

news paper

মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর

প্রকাশিত: ২৫-১১-২০২১ বিকাল ৫:৫২

28Views

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়ন পরিষদের বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় উপজেলার কৈজুরী থেকে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পৌর শহরের দরগাহপাড়ায় হযরত মখদুম শাহ দৌলার মাজার জিয়ারত করে মখদুমিয়া কবরস্থানে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাসিবুর রহমান স্বপনের কবর জিয়ারত করেন।

এরপর শক্তিপুরে অবস্থিত নুরজাহান ভবনে শাহজাদপুর আসনের সংসদ সদস্য আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা ও সাবেক এমপি যুবলীগের ৭ম কংগ্রেসের আহ্বায়ক চয়ন ইসলামের পিতা প্রখ্যাত ফোকলারবিদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. মযহারুল ইসলাম ও তার স্ত্রী নুরজাহান মযহারের কবর জিয়ারত করেন।

পরে দুপুর ১টায় উপজেলা পরিষদ ভবনে কৈজুরী ইউনিয়নের নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা শিক্ষা অফিসার মো. ফজলুল হকের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন- শাহজাদপুর পৌরসভার মেয়র মনির আক্তার খান তরু লোদী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. লিয়াকত আলী, পৌর আ'লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, উপজেলা যুবলীগের আহ্বায়ক আশিকুল হক দিনার প্রমুখ।

এ সময় সাংবাদিকদের উদ্দেশে নৌকা প্রতীকের প্রার্থী মো. সাইফুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমার ওপর যে আস্থা রেখেছেন আমি শেষ রক্তবিন্দু থাকতেও তার মূল্যায়ন করে যাবো। তার আস্থার প্রতিদান হিসেবে কোনোকিছু দেয়া সম্ভব নয়, তবে আমি আমৃত্যু জনগণের সেবা করে যাব ইনশা আল্লাহ।

তিনি আরো বলেন, জনগণ আমাকে দুবার চেয়ারম্যান নির্বাচিত করেছেন, সেজন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। তাদের উদ্দেশে বলতে চাই, কোনো মানুষ ভুলের উর্ধ্বে নয়। আমারও ভুল হতে পারে, সেই ভুল থেকে শিক্ষা নিয়ে দল-মতের ঊর্ধ্বে থেকে ইউনিয়ন ও মানুষের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে নিজেকে উজাড় করে দেব। 


আরও পড়ুন