নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু

news paper

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০-১১-২০২১ দুপুর ২:২০

31Views

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে নয়াপল্টনে চলছে বিএনপির বিভাগীয় সমাবেশ। মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুর ১টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে সমাবেশ শুরু হয়।

ওলামা দলের আহ্বায়ক শাহ মোহাম্মদ নেসারুল হকের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের কার্যক্রম শুরু হয়। সমাবেশে স্বাগত বক্তব্য দেন- জাসাসের সদস্য সচিব জাকির হোসেন রোকন, ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই মহানগরীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলটির নেতাকর্মীরা নয়াপল্টনে সমবেত হন। সমাবেশের জন্য ওই এলাকার সড়কে যান চলাচল বিলম্বিত হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন সতর্ক অবস্থানে।


আরও পড়ুন