আজারবাইজানে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ১৪

news paper

সকালের সময় ডেস্ক

প্রকাশিত: ১-১২-২০২১ দুপুর ১১:৪৭

23Views

আজারবাইজানে প্রশিক্ষণের সময় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। মঙ্গলবার (৩০ নভেম্বর) এ দুর্ঘটনা ঘটে বলে আজারবাইজানি কর্তৃপক্ষের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে এপি নিউজ।

আজারবাইজানের সীমান্ত রক্ষী বাহিনী ও প্রসিকিউটর জেনারেলের অফিস থেকে যৌথবিবৃতি বলা হয়েছে, আজারবাইজানের সীমান্ত রক্ষী বাহিনীর হেলিকপ্টারটি মঙ্গলবার সকালে বিধ্বস্ত হয়।

দুর্ঘটনার কারণ সম্পর্কে এখন নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েব ও তার স্ত্রী মেখরিবান আলিয়েভা।


আরও পড়ুন