কাশিমপুর কারাগারে হত্যা মামলার আসামীর মৃত্যু

news paper

মোখলেছুর রহমান, কোনাবাড়ী

প্রকাশিত: ১৪-১-২০২২ রাত ৮:৪২

45Views

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে শাকিল আহমেদ হত্যা মামলার আসামি মোবারক হোসেন  মারা গেছেন । বৃহস্পতিবার (১৩ জানুয়ারী) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
কাশিমপুর কারাগারের সিনিয়র জেল সুপার গিয়াস উদ্দিন জানান ,বৃহস্পতিবার দুপুরে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে মোবারককে প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয় । কিন্তু অবস্থার অবনতি হলে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। 
এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শুক্রবার (১৪ জানুয়ারি) পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে জানান কারা কর্তৃপক্ষ । গাজীপুর মেট্রো সদর থানার  উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ বলেন, হৃদরোগে আক্রান্ত হয়ে মোবারক মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। গাজীপিরের কালিয়াকৈর উপজেলার বেলায়েত কাচিঘাটা গ্রামের হোসেনের ছেলে শাকিল হত্যা মামলার আসামি মোবারক হোসেন । তিনি প্রায় ৭ মাস আগে গ্রেপ্তার হয়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার - ২ - এ বন্দি ছিলেন । মোবারক নিহত শাকিলের আপন চাচাতো ভাই । 

আরও পড়ুন