চিলমারীতে ৫টি ইউনিয়ন ইউপি নির্বাচনের প্রার্থীর প্রতিক বরাদ্দ

news paper

আবুল কালাম আজাদ, উলিপুর

প্রকাশিত: ১৪-১-২০২২ রাত ৮:৪৮

15Views

কুড়িগ্রামের চিলমারী উপজেলার ৫ টি ইউনিয়নে ইউপি নির্বাচনের প্রার্থীর প্রতিক বরাদ্দ দেয়া হয়।
 
আজ শুক্রবার (১৪ জানুয়ারি) উপজেলা পরিষদে ইউপি নির্বাচনের প্রতিক বরাদ্দ দেয়া হয়। উক্ত উপজেলার ৫ টি ইউনিয়নের সকল প্রার্থী সহ প্রার্থীর নেতাকর্মীরা উৎসব মূখর পরিবেশে প্রতিক নিতে আসেন উপজেলা চত্তরে। তাদের পছন্দের প্রতিক পেয়ে আনন্দ উল্লাসে মিছিল দিতে দিতে উপজেলা চত্তর ছেরে প্রার্থীর এলাকায় চলে যান
 
উক্ত উপজেলার ৫টি ইউনিয়নের মোট ৩২ জন চেয়ারম্যান প্রার্থীরা হলেন, 
 
রানিগঞ্জ ইউনিয়নের মঞ্জুরুল ইসলাম বাংলাদেশ আওয়ামীলীগ প্রার্থী- নৌকা প্রতিক, মোছাঃ জাহানারা বেগম স্বতন্ত্র প্রার্থী- ঘোরা মার্কা, মোঃ আতিকুর রহমান স্বতন্ত্র প্রার্থী- অটোরিক্সা, মোঃ আব্দুল করিম মিয়া স্বতন্ত্র প্রার্থী- মোটরসাইকেল, মোঃ এরশাদুল হক ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী- হাতপাখা, মোঃ সাঈদি হাসান মিঠু স্বতন্ত্র প্রার্থী- টেলিফোন,
মোঃ সাজেদুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী- আনারস, শিমুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী- চশমা মার্কা।
 
চিলমারী ইউনিয়নের- মোঃ আমিনুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী- চশমা, মোঃ গয়ছল হক বাংলাদেশ আওয়ামীলীগ প্রার্থী- নৌকা, মোঃ রিয়াজুল হক স্বতন্ত্র প্রার্থী- আনারস মার্কা।
 
অষ্টমির চর ইউনিয়নের- মোঃ আবু তালেব বাংলাদেশ আওয়ামীলীগ প্রার্থী- নৌকা, মোঃ নজরুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী- ঘোড়া, মোঃ নজরুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী- চশমা, মোঃ সোহরাব হোসেন স্বতন্ত্র প্রার্থী- আনারস মার্কা।
 
রমনা ইউনিয়নের- গাজি মোঃ শিবলি আকন্দ স্বতন্ত্র প্রার্থী- চশমা, মোঃ আজগর আলী সরকার বাংলাদেশ আওয়ামীলীগ প্রার্থী- নৌকা, মোঃ ওবাইদুুু হক স্বতন্ত্র প্রার্থী- টেলিফোন, মোঃ গোলাম আশেক স্বতন্ত্র প্রার্থী- মোটরসাইকেল, মোঃ জোবায়দুল ইসলাম সুইট স্বতন্ত্র প্রার্থী- অটোরিক্সা, মোঃ নুর আলম স্বতন্ত্র প্রার্থী- টেবিলফ্যান, মোঃ নুর ই এলাহী স্বতন্ত্র প্রার্থী- ঘোড়া, মোঃ রাশেদুল ইসলাম রাশেদ ইসলামী আন্দলন বাংলাদেশ প্রার্থী- হাতপাখা ও মোঃ হাবিবুর রহমান স্বতন্ত্র প্রার্থী- আনারস মার্কা।
 
থানাহাট ইউনিয়নের- মহি উদ্দিন আহমেদ স্বতন্ত্র প্রার্থী- টেলিফোন, মোঃ আব্দুর রাজ্জাক বাংলাদেশ আওয়ামীলীগ প্রার্থী- নৌকা, মোঃ আমিনুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী- ঘোড়া, মোঃ জাহেদুল ইসলাম কৃষক শ্রমিক জনতা লীগ প্রার্থী- গামছা, মোঃ জোবাইদুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী- হাতপাখা, মোঃ রেজাউল করিম স্বতন্ত্র প্রার্থী- চশমা, মোঃ হালিমুজ্জামান বাবলু স্বতন্ত্র প্রার্থী- আনারস ও মোঃ হুমায়ুন কবীর স্বতন্ত্র প্রার্থী- মোটরসাইকেল। 
 
উক্ত উপজেলার নির্বাচন অফিসার মোঃ ইকবাল হোসেন বলেন আজ শুক্রবার সকাল ১০ টা থেকে ৫ টি ইউনিয়নের প্রার্থী তাদের প্রাপ্ত প্রতিক হাতে তুলে দেয়া হয়। কোন রকমের সমস্যা হয়নি। আমরা সুষ্ঠ ভাবে প্রতিক বিতরন করায় আমরা আনন্দিত।"

আরও পড়ুন