১০৩ বছরে পা রাথলেন শাহজাদপুরের বিশিষ্ট স্ট্যাম্প ভেন্ডার রাম কৃষ্ণ বসাক
প্রকাশিত: ২৫-৫-২০২১ রাত ৮:৬
সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার মনিরামপুর মহল্লার সর্বজন শ্রদ্ধেয় বিশিষ্ট স্ট্যাম্প ভেন্ডার শ্রী রাম কৃষ্ণ বসাক আজ মঙ্গলবার (২৫ মে) ১০৩ বছরে পদার্পণ করলেন। তিনি এই বয়সেও চশমা ছাড়াই শ্রীমৎভগবতগীতা পাঠ করতে পারেন। শাহজাদপুরে পৌর এলাকায় এত বয়জ্যেষ্ঠ মানুষ আর নেই।
জন্মদিন উপলক্ষে তার মনিরামপুরস্থ বাড়িতে বিকেলে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন- উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিনয় কুমার পাল, সাধারণ সম্পাদক বিমল কুমার কুণ্ডু, অমল কৃষ্ণ বসাক, মিলন কৃষ্ণ বসাক প্রমুখ।
উল্লেখ্য, ১৯২০ সালে তিনি মনিরামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৩৮ সালে ভারতের কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রথম বিভাগে এসএসসি পাস করেন। তার পিতার নাম প্রয়াত পূর্ণ চন্দ্র বসাক, মাতা প্রমদা সুন্দরী বাসক। এখনো তিনি স্বাভাবিকভাবে বাড়িতে চলাফেরা করেন।