কোহলি নেতৃত্ব ছাড়ায় আবেগি বার্তা পাকিস্তানি খেলোয়াড়েরও

news paper

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬-১-২০২২ দুপুর ১২:২৬

5Views

গেল বছর বিশ্বকাপের আগে থেকে শুরু, হুট করেই টি-টোয়েন্টি ফরম্যাটে দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান বিরাট কোহলি। এরপর ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয় তাকে। সবশেষ গত ১৬ জানুয়ারি সরে গেলেন টেস্ট অধিনায়কত্ব থেকেও। কোহলির এই নেতৃত্ব ছাড়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয় চলছে তার স্তুতি, টুইটারে যেমন পাকিস্তানের আহমেদ শেহজাদ আবেগপ্রবণ হয়ে পড়লেন তার ‘বিদায়ে’।

ভারত আর পাকিস্তানের সম্পর্কটা চিরবৈরিতার। মাঠের আচরণেও তার ছাপ পড়ে হরহামেশাই। তবে কোহলির নেতৃত্ব ছাড়ার পর সেসবকে একপাশে রেখে শেহজাদ তাকে প্রশংসার বানেই ভাসালেন। বললেন, ‘আপনি যে আবেগের সাথে আপনার দলকে নেতৃত্ব দিয়েছিলেন, সেটা আপনার অধিনায়কত্বে সাফ ধরা পড়ত। ৭ বছর ধরে নির্ভীকভাবে দলকে নেতৃত্ব দিয়েছেন, উন্নতমানের ক্রিকেট উপহার দিয়েছেন এবং এই খেলার একজন দূত হয়ে উঠেছেন। আগামীর জন্য শুভ কামনা রইল ভাই বিরাট কোহলি। কিপ রকিং।’

এর আগে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এ ঘোষণা দিতে গিয়ে কোহলি লিখেন, ‘সাত বছরের কঠোর পরিশ্রম, দলকে সঠিক পথে চালাতে নিরলস প্রচেষ্টা। আমি এই কাজটা অত্যন্ত সততার সঙ্গে ও কোনো কিছুই বাকি না রেখে করেছি। সবকিছুরই শেষ আছে। ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে আমার জন্য সেই সময়টা এখনই। এখানে অনেক উত্থান-পতন ছিল। কিন্তু কখনওই এখানে প্রচেষ্টা বা বিশ্বাসের কমতি ছিল না। আমি সবসময়ই যা কিছুই করেছি নিজের ১২০ শতাংশ দিয়ে চেষ্টা করেছি। তবে এখন আমার মনে হয়েছে সেটা আমি পারছি না। দলের প্রতি আমি এমন অসৎ হতে পারি না।’

বিসিসিআইকে ধন্যবাদ দিয়ে কোহলি লিখেন, ‘আমি বিসিসিআইকে ধন্যবাদ দিতে চাই লম্বা সময় ধরে দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দেওয়ায়। তার চেয়েও গুরুত্বপূর্ণ আমার সতীর্থরা, যারা প্রথম দিন থেকে আমার স্বপ্নের অংশ আর কোনো পরিস্থিতিতেই ভেঙে পড়েনি। তোমরা আমার যাত্রাকে অনেক বেশি সুন্দর করেছ।’

এরপর কোহলি অভিনন্দন পেয়েছে বিসিসিআইও। টুইটারে তারা লিখেছে, ‘বিসিসিআই ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে অভিনন্দন জানাচ্ছে। তার প্রশংসনীয় নেতৃত্ব আমাদের টেস্ট দল হিসেবে অভূতপূর্ব উচ্চতায় নিয়ে গেছে। ভারতকে সে ৬৮টি ম্যাচে নেতৃত্ব দিয়েছে এর মধ্যে ৪০টি ম্যাচে জিতেছে।’


আরও পড়ুন