উলিপুরে দলদলিয়া নাগরিক ফোরামের শীতবস্ত্র বিতরণ

news paper

আবুল কালাম আজাদ, উলিপুর

প্রকাশিত: ১৬-১-২০২২ দুপুর ৩:৪৪

90Views

কুড়িগ্রামের উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে দলদলিয়া নাগরিক ফোরামের (অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন) পক্ষ থেকে অসহায়, দুস্থ ও গরিব লোকদের মাঝে ২০০ কম্বল বিতরণ করা হয়েছে। রোববার (১৬ জানুয়ারি) উপজেলার দলদলিয়া ইউনিয়নে সংগঠনটির পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়।
 
উত্তরবঙ্গে শীতের প্রভাব বেশি হওয়ায় সংগঠনটি নিজ এলাকাসহ দেশ ও দেশের বা‍ইরের স্বাবলম্বী লোকদের আর্থিক সহযোগিতায় অসহায় মানুষের পাশে দঁড়িয়েছে। সংগঠনটি সকল শুভাকাঙ্ক্ষী ও স্বাবলম্বী লোকদের অর্থায়নে পরিচালিত হয়ে আসছে।
 
সংগঠনটির পরিষদ মণ্ডলি বলেন, যারা অসহায় মানুষের পাশে দাঁড়াতে চান তারা এ সংগঠনের সাথে যোগাযোগ করে সাহায্য পাঠাতে পারেন। সংগঠনের পরিচালনা কমিটি নিষ্ঠার সহিত পরিচালনা করে আসছে। তারা সর্বদাই অসহায় মানুষের পাশে থেকে নিঃস্বার্থভাবে কাজ করে আসছে।
 
তারা বলেন, যারা দেশ ও দেশের বাইরে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে চান তারা উক্ত সংগঠনের বিকাশ মোবাইল নম্বরে সাহায্যের টাকা পাঠাতে পারেন। মোবাইল নং ০১৭২৩২৬২০৭৪। প্রথমে যোগাযোগ করে বিকাশ করে টাকা পাঠাবেন।
 
কম্বল বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উক্ত ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান লিয়াকত আলী সরকার, বিশিষ্ট সমাজসেবক সোহরাব আলী মোল্লা, সমাজসেবক শহাজাহান আলী সরকার, ডোনার সদস্য জুয়েল মিয়া, ইউপি সদস্য সাইফুল ইসলাম চাঁদ ও নুরুজ্জামান সরকার, সাবেক ইউপি সদস্য আব্দুর রহিম সাজু, সংগঠনের ‍উপদেষ্টা আনোয়ার হোসেনসহ সংগঠনের সদস্যবৃন্দ।

আরও পড়ুন