টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে দুখণ্ড হলেন বৃদ্ধা

news paper

ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত: ১৬-১-২০২২ দুপুর ৩:৪৭

4Views

টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রেনে কাটা পড়ে খোদেজা (৭২) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার অলোয়া ইউনিয়নের খরক গ্রামের মৃত কটু শেখের স্ত্রী। রোববার (১৬ জানুয়ারি) সকালে বঙ্গবন্ধু সেতু-জামালপুর রেললাইনের খরক গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও চরনিকলা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক লোকমান হোসেন জানান, রোববার সকাল ৯টার দিকে ওই বৃদ্ধা পাশের এক বাড়ি থেকে দুধ আনতে গিয়েছিলেন। পরে বাড়ি ফেরার সময় রেললাইন পার হচ্ছিলেন। এ সময় জামালপুর থেকে ছেড়ে আসা বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনগামী ট্রেনটি খরক গ্রামে পৌঁছলে বৃদ্ধা ট্রেনে কাটা পড়ে দুখণ্ড হয়ে ঘটনাস্থলে মারা যান। পরে স্থানীয়রা তার মৃতদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল ওহাব জানান, ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যুর খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়াও বিআরপিকে জানানো হয়েছে।


আরও পড়ুন