ধামইরহাটে র‍্যাবের অভিযানে ২ কোটি টাকার শিবলিঙ্গের গৌরী পাথর উদ্ধার

news paper

এম এ মালেক (ধামইরহাট)

প্রকাশিত: ২৬-৫-২০২১ দুপুর ২:৩০

25Views

নওগাঁর ধামইরহাটে র‌্যাবের অভিযানে ম‍ূল্যবান শিবলিঙ্গের গৌরী পাথর উদ্ধার হয়েছে। আজ বুধবার ‍উপজেলার ‍আগ্রদ্বিগুন ‍ইউনিয়নের ‍উত্তর কাশিপুর গ্রামের ধন মোহাম্মদের খলিয়ান থেকে ‍এ শিবলিঙ্গের গৌরী পাথর ‍উদ্ধার করা হয়।

জানা গেছে, উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের উত্তর কাশিপুর গ্রামের ধন মোহাম্মদের খলিয়ানে প্রাচীর নির্মানের জন্য খলিয়ানের ভিত খুঁড়তে গেলে শ্রমিকরা পাথরটি দেখতে পান। খবরটি জানতে পেরে  র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. মাসুদ রানা ও স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. ওমর আলী’র নেতৃত্বে ২৬ মে সকাল ১০ টায় মুল্যবান ওই পাথরটি র‌্যাবের আভিযানিক টিম উদ্ধার করে।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. মাসুদ রানা জানান, সপ্তম শতকের পাল আমলের প্রত্নতত্ত্বাত্বিক নিদর্শন ১০৩ কেজি ওজনের শিবলিঙ্গের গৌরি নামক কষ্টিপাথরটির সূল্য ২ কোটি টাকার বেশি। আইনি পক্রিয়ায় প্রত্নতত্ত্ব বিভাগে মূল্যবান পাথরটি জমা দেয়া হবে বলে র‌্যাব জানায়। 


আরও পড়ুন