প্রেমিক আদনানের জন্মদিনে যা বললেন মেহজাবীন

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী প্রেম করছেন, এটা পুরনো খবর। নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে তার দীর্ঘদিন ধরে মনের লেনাদেনা। যদিও তারা সরাসরি সম্পর্কের কথা কখনো স্বীকার করেননি। তবে মাঝেমধ্যেই ইঙ্গিতে বুঝিয়ে দেন ভালোবাসার উপাখ্যান।
আজ ১১ মে আদনান আল রাজীবের জন্মদিন। বিশেষ এই দিনে মেহু কি নীরব থাকবেন? তা তো হতে পারে না। প্রেমিককে ঠিকই শুভেচ্ছা জানিয়েছেন। আদনানের একটি ছবি শেয়ার করেছেন নিজের ফেসবুক অ্যাকাউন্টে।
যেখানে দেখা যায়, সমুদ্র তীরে দাঁড়িয়ে আছেন আদনান। তার পরনে গাঢ় সবুজ শার্ট, চোখে সানগ্লাস। কাঁধে রয়েছে একটি তারামাছ। পেছনে রক্তিম সূর্য ডুবে যাওয়ার পথে। যদিও ছবিতে আদনানের মুখ পুরোপুরি দেখা যাচ্ছে না। তবে ছবির মানুষটা যে আদনানই, তা বুঝতে বিন্দুমাত্র কষ্ট হচ্ছে না কারোর।
ছবির ক্যাপশনে মেহজাবীন লিখেছেন, ‘শুভ জন্মদিন আদনান। আরও আলোকিত হোক। সূর্য, সমুদ্র, তারা এবং তুমি।’মেহুর পোস্টে আরও অনেকেই আদনান আল রাজীবকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। কেউ কেউ তাকে ‘দুলাভাই’ বলেও সম্বোধন করেছেন।
এর আগে গত ১৯ এপ্রিল ছিল মেহজাবীনের জন্মদিন। সেদিন তাকে বিশেষভাবে শুভেচ্ছা জানিয়েছিলেন আদনান। তিনি ফেসবুকে মেহুর সঙ্গে তোলা একটি ছবি দিয়ে লিখেছিলেন, ‘চমৎকার হৃদয়ের মানুষটিকে জন্মদিনের আনন্দমুখর শুভেচ্ছা। সবগুলো বছর ধরেই তুমি আমার শক্তি ও সাহস। তুমি আমার জ্বলজ্বলে তারা।’
উল্লেখ্য, মেহজাবীন ও আদনানের মধ্যে প্রেমের গুঞ্জন অনেক দিনের। তাদেরকে বিভিন্ন সময় একসঙ্গে দেখা গেছে। আবার বিদেশেও একসঙ্গে ঘুরতে গেছেন বলে জানা যায়। কয়েক মাস আগে ফেসবুকে ছবি পোস্ট করে দুজনের সম্পর্কের কথা জানান দেন আদনান। তবে সম্পর্কের ব্যাপারে সরাসরি কখনোই কিছু বলেন না তারা।
এমএসএম / এমএসএম

কানের রেড কার্পেটে আরিফিন শুভ

ঢাকার হলেও দর্শকের সঙ্গে ‘গলুই’ দেখবেন পূজা চেরী

বলিউডে পা রাখছেন আরও দুই স্টার কিড

বিলাসবহুল গাড়ি কিনলেন কঙ্গনা, দাম চমকে দেয়ার মতো

পল্লবীর মৃত্যু ঘিরে ত্রিকোণ প্রেমের রহস্য!

মহেশ বাবু ও কীর্তি সুরেশের ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বিতর্ক

‘মুজিব’ বায়োপিকের ট্রেলার প্রকাশ

ইউনিসেফের শুভেচ্ছাদূত হলেন বিদ্যা সিনহা মিম

আবারও সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন জয়া

আবারও সিনেমা পরিচালনায় এ আর রহমান

ফ্ল্যাট থেকে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অভিনেত্রী পল্লবীর প্রেমিক সাগ্নিক পুলিশ হেফাজতে
