শাহরুখ-সালমানদের পেছনে ফেলে এক নম্বরে প্রভাস!

news paper

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১১-৫-২০২২ দুপুর ৩:৪৪

38Views

বলিউডে খান-কাপুরদের রাজত্বে কি এবার দক্ষিণী দখলদার ঢুকে পড়লো? ফি-ছবিতে ‘বাহুবলী’র রোজগারের খবর ছড়াতেই এমনই বলাবলি শুরু হয়েছে।

কত টাকা রোজগার করছেন ‘বাহুবলী’ থুড়ি প্রভাস? বলিউডের অন্দরের খবরাখবর যারা রাখেন। তারা বলছেন, যে প্রভাস নাকি দেড়শো কোটি টাকা ছাড়া কোনো ছবিতেই কাজ করতে রাজি নন। তবে তো তিনিই এখন দেশের সবচেয়ে বেশি রোজগারের অভিনেতা! তেমনটাই বলছে বলিপাড়ার বাসিন্দারা। দক্ষিণী ছবিতে তার রমরমা বাজারতো ছিলই। এ বার শাহরুখ-আমির-সালমান তিল তিল করে গড়ে তোলা রাজত্ব কি ভাগ বসাতে চান প্রভাস? প্রভাসের তুলনায় ছবি প্রতি পারিশ্রমিকে বেশ পিছিয়ে শাহরুখ। তিনি নাকি ১০০ কোটিতে ছবি করতে রাজি হন। সালমান আবার একটু বেশি টাকা দাবি করেন বলে শোনা যায়, প্রায় ১২৫ কোটি টাকা। তবে অনেকের দাবি, শাহরুখ-সালমান নন, প্রভাসকে টক্কর দিতে পারেন একমাত্র অক্ষয় কুমার। ‘খিলাড়ি’ নাকি দেড়শো কোটির কাছাকাছি না পেলে ছবি করতে রাজি হন না।


আরও পড়ুন