স্লিম দেখাতে যে পোশাক পরবেন

news paper

সকালের সময় ডেস্ক

প্রকাশিত: ১৪-৫-২০২২ দুপুর ১১:২৫

23Views

শরীরের বাড়তি মেদ কমানোর জন্য আমরা প্রতিনিয়ত কতকিছুই না করে থাকি। অথচ কাজ হচ্ছে না। ফলে অনেকেই মনের মতো ফিট জামাকাপড় পরতে পারছেন না। তবে স্লিম হওয়া যাক বা না যাক, নিজেকে অনায়াসে স্লিম দেখানো যেতেই পারে। এজন্য আমাদের জানতে হবে পোশাক নির্বাচন সম্পর্কে। সঠিক পোশাক নির্বাচন আপনাকে করে তুলবে আরো আকর্ষণীয় ও সুন্দর।

আসুন জেনে নেই কিভাবে পোশাক নির্বাচন করলে আপনাকে স্লিম দেখাতে সাহায্য করবে-

১. চেষ্টা করুন সব সময় এক রংয়ের পোশাক পরিধান করার। সালোয়ার, কামিজ, শার্ট, প্যান্ট যাই পরিধান করুন না কেন, সবই এক রংয়ের পরলে দেখতে বেশ স্লিম এবং ফিট লাগবে আপনাকে।

২. ভি, ওয়াই ও ইউ আকৃতির গলার পোশাক পরুন। সাথে একটু লম্বা কাটের জামা পরুন। এতে বেশ স্মার্ট এবং স্লিম লাগবে আপনাকে।

৩. পোশাকে নানা রংয়ের ব্যবহার না করে একই রংয়ের পোশাক পরিধান করার চেষ্টা করুন।

৪. অন্যান্য রংয়ের তুলনায় কালো রং সবচেয়ে গাঢ়। কালো রংয়ের পোশাক পরলে আপনাকে অনেকটাই স্লিম দেখাবে। এছাড়া বাদামি, চকোলেট, গাঢ় ধূসর শেড বা নেভি ব্লু রংয়ের পোশাক পরলে আপনাকে আরো স্লিম দেখাবে।

৫. হোয়াইট, অফ হোয়াইট বা খাকি রংয়ের জামাগুলো এড়িয়ে চলুন। কারণ, এই রংগুলোতে আপনাকে আরো ভারি দেখাবে।

৬. স্বাস্থ্যবান মানুষের জন্য প্রিন্টের পোশাক এড়িয়ে চলুন । তবে চাইলে ছোট ছোট প্রিন্টের জামা পরতে পারেন।

৭. সাদামাটা পোশাক পরিধান করুন। খুব বেশি চকচকে পোশাক ও এক্সেসরিজ এড়িয়ে চলা ভালো।

৮. আপনাকে মোটা দেখাচ্ছে নাকি স্লিম দেখাচ্ছে তা অনেকাংশে নির্ভর করে আপনার চুল বাঁধার ওপরও। চুল উঁচু করে টানটান করে বেঁধে নিন অথবা পনিটেল করতে পারেন। এতে আপনার মুখ লম্বাটে দেখাবে। ফলে ওজন কম মনে হবে। অবশ্যই মাথার উপরে চুল একটু ফুলিয়ে বাঁধুন। এতে স্লিম লুক আসবে ।

৯. স্লিম দেখানোর জন্য লম্বালম্বি স্ট্রাইপ দেয়া পোশাক পরিধান করুন। সাথে একটু উঁচু জুতা পরুন। এতে আপনাকে স্লিম এবং স্মার্ট দেখাবে।

১০. পেট মোটা হলে পেটের দিকে ঢিলেঢালা এমন পোশাক পরুন ।

১১. উচ্চতা কম হলে সালোয়ার খুব বেশি ঢোলা পরবেন না, তাতে আরো খাটো দেখাবে।

১২. জিন্স বা প্যান্ট পরার ক্ষেত্রে গাড় রংকে প্রাধান্য দিন।


আরও পড়ুন