খুলনায় নির্মাণাধীণ ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

news paper

এস এম জাহাঙ্গীর আলম, খুলনা

প্রকাশিত: ২১-৫-২০২২ বিকাল ৫:৩৫

39Views

খুলনায় কাজ করার সময় তিন তলা ভবনের ছাদ থেকে পড়ে রেজাউল (৪৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২১ মে) সকাল ৯টায় মহানগরীর সদর থানার মিস্ত্রিপাড়া বাজারের পেছনে এই ঘটনা ঘটে।

রেজাউল কয়রা থানার মহারাজপুর ইউনিয়নের খুঁড়িয়া গ্রামের মৃত হোসেন সরদারের ছেলে। তিনি মহানগরীর মিস্ত্রিপাড়া এলাকায় বসবাস করতেন।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন জানান, মিস্ত্রিপাড়ায় একটি বাড়িতে কাজ করার সময় পা পিছলে ভবনের তিন তলা থেকে পড়ে যান রেজাউল। তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। 


আরও পড়ুন