টাঙ্গাইলে পুলিশ সদস্যদের দক্ষতা উন্নয়ন কোর্সের শুভ উদ্বোধন
প্রকাশিত: ২১-৫-২০২২ রাত ৯:২০
টাঙ্গাইল জেলা পুলিশের আয়োজনে কনস্টেবল ও নায়েক পদমর্যাদার পুলিশ সদস্যদের “দক্ষতা উন্নয়ন কোর্স” এর শুভ উদ্বোধন করা হয়েছে।
টাঙ্গাইল পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে ২১ মে শনিবার কনস্টেবল ও নায়েক পদমর্যাদার পুলিশ সদস্যদের ১(এক) সপ্তাহ মেয়াদী ৬ষ্ঠ ব্যাচের “দক্ষতা উন্নয়ন কোর্স” এর শুভ উদ্বোধন করেন টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।
এ সময় পুলিশ সুপার প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, দক্ষতা উন্নয়ন কোর্সটি পুলিশ সদস্যদের পুলিশিং কার্যক্রমে কর্মদক্ষতা বৃদ্ধি ও আইন শৃংঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শরফুদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মীর মনির হোসেন, সহকারি পুলিশ সুপার (এসএএফ) মোঃ আব্দুল্লাহ আল ইমরান' সহ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীগণ।