অবশেষে মোহরানার টাকা ফেরত পেল ভুক্তভোগী

news paper

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১-৫-২০২২ রাত ৯:২৩

31Views

অবশেষে মোহরানার টাকা ফেরত পেল ভুক্তভোগী নারী। আজ দুপুরে দৈনিক সকালের সময়ের অনলাইন ভার্সনে সংবাদ প্রকাশের পর বিকেলে ভুক্তভোগী নারীকে টাকা ফেরত দেওয়া হয়। তবে ৪০ হাজার টাকা আত্মসাৎ করা হলেও ফেরত দেওয়া হয় ২৪ হাজার টাকা। 

জানা যায়, ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে প্রিয়া (ছদ্মনাম) নামে ওই নারীর সঙ্গে হরিরামপুর উপজেলার মহাপুরা গ্রামের বশিরের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে চলতি বছরের ৩১ জানুয়ারি দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। এরপর ওই নারী জানতে পারেন বশির বিবাহিত ও তার দুটি সন্তান আছে। বশিরের প্রথম স্ত্রীর অনুরোধে তাকে ডিভোর্স দিতে রাজি হয় প্রিয়া। গত ৮ মে তাদের ডিভোর্স হয়। এক লাখ টাকা মোহরানা ধার্য্য করা হলেও ৭০ হাজার টাকা দেওয়া হয় ভুক্তভোগী নারীকে। ওই নারীর অভিভাবক হিসেবে স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান ৭০ হাজার টাকা গ্রহণ করেন। কিন্তু মেম্বার ৪০ হাজার টাকা আত্মসাৎ করে মাত্র ৩০ হাজার টাকা দেয় ভুক্তভোগী নারীকে। পরে ওই নারী জানতে পারেন মোহরানা বাবদ তাকে ৭০ হাজার টাকা দেওয়া হয়েছে। 

এ বিষয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পর বশিরের প্রথম স্ত্রীর সঙ্গে সমঝোতা করে ভুক্তভোগী নারীকে ২৪ হাজার টাকা ফেরত দেওয়া হয়। এই প্রতিবেদকের কাছে টাকা ফেরত পাওয়ার কথা নিশ্চিত করেন ওই নারী। 

ভুক্তভোগী নারী বলেন, আমাকে ৪০ হাজার টাকা দেওয়ার কথা থাকলেও ২৪ হাজার টাকা দেওয়া হয়েছে। বাকি ১৬ হাজার টাকা খরচ বাবদ নিয়েছেন। আমি খুশি হয়ে তাকে ১০ হাজার টাকা দিতে চেয়েছিলাম, কাজেই ১৬ হাজার টাকা কম দিলেও আপত্তি করিনি। 


আরও পড়ুন