পাটগ্রামে সবুজ সভ্যতার বিশ্ব পরিবেশ দিবস পালিত

news paper

মোকছেদুল ইসলাম, পাটগ্রাম

প্রকাশিত: ৫-৬-২০২২ রাত ৯:১৯

206Views

৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘একটাই পৃথিবী, প্রকৃতির ঐক্যতানে টেকসই জীবন’। এবারের জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বৃক্ষ-প্রাণে প্রকৃতি প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’।
 
দিবসটি উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বিশ্ব পরিবেশ দিবস সবুজ সভ্যতার (গ্রীন সিভিলাইজেশন)-এর উদ্যোগে পাটগ্রাম টিএন স্কুল অ্যান্ড কলেজ মাঠে দিবসটি পালিত হয়। কিভাবে পরিবেশ সুরক্ষিত রাখা যায়, সে ব্যাপারে সচেতন করা হয় এবং বৃক্ষ রোপণ বিষয়ে উৎসাহিত করার জন্য ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
 
সবুজ সভ্যতার প্রতিষ্ঠাতা মো. গোলাম মোস্তফা বলেন, পরিবেশ দিন দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আর এর জন্য আমরাই দায়ী। পরিবেশ বিষয়ক সচেতনতা বাড়াতে হবে এবং সকলকে এ ব্যাপারে অবগত হতে হবে। তাই সবুজ সভ্যতা সব সময় মানুষকে সচেতন করার চেষ্টা করে যাচ্ছে।
 
সবুজ সভ্যতার প্রধান উপদেষ্টা খান মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, সবুজ সভ্যতা (গ্রীন সিভিলাইজেশন) করার জন্য সকলের আন্তরিক প্রচেষ্টা একান্ত প্রয়োজন। আসুন আমরা সবাই মিলে সবুজ সভ্যতা গড়ে তুলি। এ সময় উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

আরও পড়ুন