আরো ১৩১৯ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১

news paper

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩-৬-২০২২ বিকাল ৫:৩২

3Views

দেশে করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী ধারার মধ্যে গত এক দিনে ১ হাজার ৩১৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এ সময় মৃত্যু হয়েছে আরো একজনের। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার (২৩ জুন) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৯ হাজার ২১৪টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৩১৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

তাতে ১৩ ফেব্রুয়ারির পর প্রথমবারের মত দৈনিক শনাক্তের হার ১৪ দশমিক ৩২ শতাংশে পৌঁছেছে। আগের দিন এই হার ছিল ১৩ দশমিক ৩০ শতাংশ।করোনাভাইরাসের ওমিক্রন ধরনের দাপট কমে আসার পর শনাক্তের হার ১ শতাংশের নিচে ছিল বেশ কিছু দিন। দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা দশের নিচেও নেমেছিল। মাঝে ২০ দিন কোভিডে কারও মৃত্যু হয়নি।  

কিন্তু জুন মাসের শুরু থেকে আবারও সংক্রমণ বাড়ছে প্রতিদিন। গত চারদিন ধরে মৃত্যুর খাতাও আর শূন্য থাকছে না।নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৬০ হাজার ৫২৮ জন। তাদের মধ্যে ২৯ হাজার ১৩১ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন আরও ১২৭ জন কোভিড রোগী। তাদের নিয়ে ১৯ লাখ ৬ হাজার ২৩২ জন সেরে উঠলেন।


আরও পড়ুন