জৈন্তাপুরে বন্যার্তদের পাশে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ'র সহধর্মিণী ড.নাসির আহমেদ

news paper

ইউসুফুর রহমান, জৈন্তাপুর

প্রকাশিত: ২৩-৬-২০২২ রাত ১০:১০

9Views

সিলেটের জৈন্তাপুর উপজেলার বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রথম নারী উপ-উপাচার্য শিক্ষাবিদ, পরিবেশ বিজ্ঞানী ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধা প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ এমপির সহধর্মিণী ডক্টর নাসরীন আহমদ।
 
নাসরিন আহমেদ'র পক্ষ থেকে জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে জৈন্তাপুর উপজেলা ফতেপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা ১শত বন্যার্ত পরিবারের মাঝে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মেম'র তত্ত্বাবধানে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। 
 
যুগ্ন সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মেম জানান, সিলেটের জৈন্তাপুর গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার বানভাসি মানুষের পাশে দাড়িয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রথম নারী উপ-উপাচার্য শিক্ষাবিদ, পরিবেশ বিজ্ঞানী ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহণকারী মুক্তিযোদ্ধা প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ এমপি'র সহধর্মিণী ডক্টর নাসরীন আহমদ। প্রর্যায়ক্রমে উপজেলার বন্যা কবলিত সব এলাকায় ত্রাণ বিতরণ করা হবে।

আরও পড়ুন