ফের পেছাল এসএ গেমস

news paper

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ৪-৮-২০২২ দুপুর ১২:৩৮

7Views

২০২১ সালে পাকিস্তানে হওয়ার কথা ছিল সাউথ এশিয়ান (এসএ) গেমস। সেটি নিয়ে যাওয়া হয় আগামী বছর। সম্প্রতি এশিয়ান অলিম্পিক কাউন্সিলের (এওসি) সঙ্গে বৈঠকে আরেক দফা পিছিয়ে ২০২৪ সালে নিয়ে যাওয়া হয়েছে গেমস।

পাকিস্তানের দৈনিক দ্য ডন এমনটাই জানাচ্ছে।

২০১৯ সালে নেপাল এসএ গেমসে পতাকা গ্রহণের সময় দুই বছর পর গেমস আয়োজনের কথা বলেছিলেন পাকিস্তান অলিম্পিক অ্যাসোসিয়েশনের (পিওএ) সভাপতি আরিফ হাসান। 

ভেন্যু সংকট কাটাতে গেমসের প্রধান শহর লাহোরের পাশাপাশি ফয়সালাবাদ, শিয়ালকোট, গুজরানওয়ালা এবং আগের দুই আসরের আয়োজক ইসলামাবাদেও হতে পারে গেমসের খেলা। 

করোনার প্রাদুর্ভাব ও ভেন্যু সংস্কারের জন্য আরো দুই বছর পিছিয়ে আগামী বছরের সেপ্টেম্বর-অক্টোবরে দিনক্ষণ নির্ধারণ করে আয়োজকরা।

চীনের হাংজু এশিয়ান গেমস এক বছর পিছিয়ে (আগামী বছরের সেপ্টেম্বর) যাওয়ায় আরেক দফা পিছিয়ে গেল এসএ গেমসও। 

এবার বলা হয়েছে, ২০২৪ সালের মার্চে হবে গেমস।

পিওএ’র মহাসচিব খালিদ মাহমুদ ডনকে বলেন, আগামী বছর এসএ গেমস আয়োজন সম্ভব নয়। তাই আমরা ২০২৪ সালের মার্চে আয়োজন করতে চাই।

১৯৮৯ ও ২০০৪ সালের পর তৃতীয়বার এসএ গেমস আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান।


আরও পড়ুন