ছবি মুক্তি পাইতে না পাইতেই “নকল” “নকল” রব তোলাটা খুবই বাজে কাজ

যদিও আমি ইদানীং যেটা ফলো করি সেটা হচ্ছে, আজাইরা কথার উত্তর না দেয়া। কিন্তু সুমনের (হাওয়া ছবির নির্মাতা মেজবাউর রহমান সুমন) বিরক্তির কারণটাও বুঝতেছি- আজাইরা কথা বার বার বলতে থাকলে কিছু লোক বিশ্বাস করে বসে। এখন দুনিয়ায় বহু মানুষতো আজব আজব অনেক কিছু বিশ্বাস করে। আপনি হোয়াইট সুপ্রিমেসিস্টদের গ্রুপগুলাতে গিয়ে যদি দেখেন তারা কি কি জিনিস বিশ্বাস করে, আকাশ থেকে পড়বেন। এই সব নিয়াই আমাদের এইসব জীবন।
আপনার ভালো লাগতে পারে, খারাপও লাগতে পারে সুমনের ছবি। সেটা বলতেও পারেন। কিন্তু ছবি মুক্তি পাইতে না পাইতেই “নকল” “নকল” রব তোলাটা খুবই বাজে কাজ। আমার টেলিভিশন ছবির সময়ও এই জিনিস আমি দেখছি। তখন আমি কারে জানি বলছিলাম, ভাইরে, আমি আগের রাতে যে স্ক্রিপ্ট লেখি, পরের দিন ঐটারেই ঠিকমতো নকল করতে পারি না, ইমপ্রোভাইজ কইরা ফালাই, সেখানে আরেকজনের বানানো ছবি কেমনে কপি করুম? সুমনের ছবির ক্ষেত্রেও আমি একই কথা বলতে চাই।
যাই হোক, অনলাইনের এই তাণ্ডব নিয়ন্ত্রণ করার ফর্মুলা আমার জানা নাই। তবে এইখানে একটা আবেদন জানাইয়া রাখতে পারি, আমাদের ছোটো ইন্ডাস্ট্রি। এইখানে ছবি বাইর হওয়ার পরেই আমরা কেউ খড়গ হাতে নামি বাতিল করার জন্য, আরেকদল কোনো একটা ছবিকে বড় করার জন্য, বাকি সকল ছবিকে আবেগের আতিশয্যে বাতিল ঘোষণা করি! এই কালচার ক্ষতিকর।
দশে মিলি করি কাজ...
(ফেসবুক থেকে সংগৃহীত)
প্রীতি / প্রীতি

অর্ধ কোটি টাকায় বিক্রি হলো শুভ-ঐশীর সিনেমা

গোপন বিয়ে প্রকাশ্যে আনলেন কায়েস আরজু পাত্রী সুস্মিতা সিনহা

ভাইরাল হতে গিয়ে হাসপাতালে উরফি

আড়াইশ বছর ধরে কারাগারে চঞ্চল

করোনাক্রান্ত সায়নী ঘোষ

বয়ফ্রেন্ডের জন্য জাহ্নবীর বার্তা

পাটের শাড়িতে মনামী

মুন্না খান ও রাবিনা বৃষ্টি'র 'কে বল তোকে বাসবে ভালো'

বিয়ে করছেন হৃত্বিকের সাবেক স্ত্রী

অমিতাভের নখের যোগ্যও নন শাহরুখ

এমন কিছু বানানো যাবে না যেখানে আমাদের চেহারা দেখা যায়: ফারুকী

জীবনের গভীরতায় ঝাঁপ দিতে চায় সুস্মিতা
