শেখ কামালের জন্মদিনে শান্তিগঞ্জে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা

news paper

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৫-৮-২০২২ বিকাল ৬:৫১

29Views

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মদিন উপলক্ষে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
 
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, এসিল্যান্ড সকিনা আক্তার, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ সুকুমার চন্দ্র দাস, উপজেলা মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আতিকুর রহমান, ইউআরসি ইনস্ট্রাক্টর আব্দুল মান্নান, শিশু বিষয়ক কর্মকর্তা হাসান কবির, আনসার ভিডিপি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, ইসলামিক ফাউণ্ডেশনের এমসি মিজানুর রহমান, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সাধারণ সম্পাদক ছায়াদ হোসেন সবুজ ও সাংগঠনিক সম্পাদক নিতাই দাস প্রমুখ।
 
এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন