রায়গঞ্জে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী পালিত 

news paper

সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ

প্রকাশিত: ৮-৮-২০২২ দুপুর ১:১৪

13Views

সিরাজগঞ্জের রায়গঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী, মহিয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২ তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের  উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ আগস্ট) উপজেলা আওয়ামী লীগের  কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদী আলমাজী জিন্নাহর  সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয়ের সঞ্চয়ালনায় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাইদুল ইসলাম চাঁন,পৌর মেয়র আব্দুল্লাহ আল পাঠান, সাংগঠনিক সম্পাদক ভিপি শামীম,কার্যনির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম,  কৃষক লীগের সভাপতি জিয়া উদ্দিন বাবলু, মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি হালিমা বেগম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মেহেদী হাসান ইলিয়াস, সাধারণ সম্পাদক আল আমিন সরকার,সহ রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতারা কর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদী আল মাজী জিন্নাহ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধু হয়ে উঠার পেছনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ভূমিকা অবিস্মরণীয়। তিনি ছিলেন বঙ্গবন্ধুর সহযোদ্ধা এবং দূরদর্শি নির্দেশক। বঙ্গবন্ধুর অবর্তমানে তিনিই বিভিন্ন আন্দোলনসহ স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিয়েছেন এবং দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে সার্বিক কার্যক্রম পরিচালনা করেছেন। তাই এই মহিয়সী নারীকে বাঙ্গালি জাতি সর্বদা শ্রদ্ধাভরে স্মরণ করে থাকে।

আলোচনা সভা শেষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ তার পরিবারের সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করেন।


আরও পড়ুন